এক্সপ্লোর
এনসিআরবি রিপোর্ট: প্রিয়ঙ্কার সমালোচনার পাল্টা তাঁকে ট্যুইটারওয়ালি নেতা বলে কটাক্ষ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর
গতকাল প্রিয়ঙ্কা বলেন, রাজ্যটা মহিলাদের ওপর অপরাধে শীর্ষে রয়েছে। এটা লজ্জার। মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে অবশ্যই কিছু করা উচিত। ট্যুইটও করেন, দেশে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অপরাধ হয়েছে উত্তরপ্রদেশে। বছরে ৫৬ হাজারের ওপর, তাও যেসব ঘটনার কথা পুলিশকে জানানো হয় না, সেগুলি এর মধ্যে নেই। এই তথ্যই কি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব পাওয়ার পক্ষে যথেষ্ট সিরিয়াস নয়?

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে মহিলাদের ওপর অপরাধ বৃদ্ধি নিয়ে প্রিয়ঙ্কা গাঁধীর সমালোচনা উড়িয়ে তাঁকে ‘ট্যুইটারওয়ালি নেতা’ বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। কংগ্রেস সাধারণ সম্পাদক জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) ২০১৭-র রিপোর্ট উল্লেখ করে রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছেন। রিপোর্টের দাবি, মহিলাঘটিত অপরাধে দেশের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। প্রিয়ঙ্কা এজন্য আদিত্যনাথকে দায়ী করায় পাল্টা মৌর্য্য বলেছেন, উনি ট্যুইটার ওয়ালি নেতা। সম্প্রতি নিজের ভাইয়ের অমেঠি লোকসভা আসনে পরাজয় ঘটিয়েছেন। উনি কী বললেন, কিচ্ছু আসে যায় না তাতে। আমরা রাজ্যে আইনশৃ্ঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যবস্থা নিচ্ছে। সেটাই হল খবর।
पूरे देश में महिलाओं पर सर्वाधिक अपराध UP में हो रहे हैं। एक साल में 56,000 से ज़्यादा और इसमें वो घटनाएँ शामिल भी नहीं है जिनकी रिपोर्ट दर्ज नहीं हुई।
क्या ये आँकड़ा इतना भी गंभीर नहीं कि मुख्यमंत्री जी इसका संज्ञान लेते?https://t.co/LXFDx3AWKk
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 22, 2019
গতকাল প্রিয়ঙ্কা বলেন, রাজ্যটা মহিলাদের ওপর অপরাধে শীর্ষে রয়েছে। এটা লজ্জার। মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে অবশ্যই কিছু করা উচিত। ট্যুইটও করেন, দেশে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অপরাধ হয়েছে উত্তরপ্রদেশে। বছরে ৫৬ হাজারের ওপর, তাও যেসব ঘটনার কথা পুলিশকে জানানো হয় না, সেগুলি এর মধ্যে নেই। এই তথ্যই কি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব পাওয়ার পক্ষে যথেষ্ট সিরিয়াস নয়? প্রিয়ঙ্কার আক্রমণ খারিজ করে উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী তথা সেই সরকারের মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিংহও এক বিবৃতিতে বলেন, বিরোধীরা এনসিআরবি-র তথ্যে কারচুপি করছে। ওই রিপোর্টের তথ্য ঠিকমতো খতিয়ে না দেখে বিরোধীরা, বিশেষত প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ও অখিলেশ সিংহ যাদব তা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















