Uri Encounter: কাশ্মীরে ফের ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনা তৎপরতায় খতম কমপক্ষে ২ জঙ্গি
Infiltration Bid Foiled: উরি সেক্টরের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে কমপক্ষে দুই জঙ্গিকে খতম করলেন ভারতীয় সেনা জওয়ানরা। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রের সঙ্গে সঙ্গে গুলিও উদ্ধার হয়েছে।
উরি: জম্মু ও কাশ্মীরে ফের ব্যর্থ হল অনুপ্রবেশের চেষ্টা (Infiltration bid foiled)। সেনা তৎপরতায় খতম হল কমপক্ষে দু-জন জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা জেলার উরি সেক্টরের (Uri sector) লাইন অফ কন্ট্রোলে।
STORY | Anti-infiltration operation: Terrorist's body recovered in J-K
— Press Trust of India (@PTI_News) June 23, 2024
READ: https://t.co/V0zHLc3mX2
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/maZgqdJdGG
সূত্রের খবর, শনিবার উত্তর কাশ্মীরের উরি সেক্টরের গোহাল্লান এলাকায় অবস্থিত লাইন অফ কন্ট্রোলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানরা। কয়েকজন সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে বুঝতে পেরে হুঁশিয়ারি দেন। সেই সময় আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও। দু-পক্ষের গুলি ছোঁড়াছুড়িতে কমপক্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে রবিবার সকালে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন সেনা জওয়ানরা। এখনও তল্লাশি চলছে।
গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকার হাদিপোরায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের সময় জখম হন একজন পুলিশ আধিকারিক। খতম হয় দুই জঙ্গি। তাদের শনাক্ত করা যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NEET Paper Leak Case:নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এবার কি মহারাষ্ট্র-যোগ? জিজ্ঞাসাবাদ ২ শিক্ষককে
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার হওয়ার পরেও সন্ত্রাসের চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। তাদের আটকানোর জন্য তৎপর রয়েছেন সেনা জওয়ানরাও। ফলে মাঝে মধ্যে কাশ্মীরের বিভিন্ন সীমান্তে মাঝে মধ্যেই গুলি লড়াই চলছে। কয়েকটি জায়গায় গুলির লড়াইয়ের পর তল্লাশি চালিয়ে জঙ্গিদের মৃতদেহের পাশাপাশি প্রচুর অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করা হচ্ছে। সন্ত্রাসবাদীদের নাশকতার চেষ্টা যেনতেন প্রকারে রুখতে বদ্ধপরিকর রয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। ফলে বিক্ষিপ্ত কিছু হামলার ঘটনায় গত কয়েক বছরে কয়েকজন সেনা জওয়ান শহিদ হলেও বড় ধরনের হামলার ঘটনা কিছু ঘটেনি বলেই দাবি জম্মু ও কাশ্মীর প্রশাসনের।