NEET Paper Leak Case:নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এবার কি মহারাষ্ট্র-যোগ? জিজ্ঞাসাবাদ ২ শিক্ষককে
Maharashtra Connection: নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গেল মহারাষ্ট্রেরও। এই মর্মে পশ্চিমের এই রাজ্যের দুজন শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হয়।
নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুধু বিহার নয়, এবার যোগসূত্র পাওয়া গেল মহারাষ্ট্রেরও (NEET Paper Leak Case)। এই মর্মে পশ্চিমের এই রাজ্যের দুজন শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হয়। সূত্রের খবর, ওই দুই শিক্ষকের নাম সঞ্জয় তুকারাম জাধব এবং জালিল উমরখান পাঠান। নান্দেদের সন্ত্রাসদমন স্কোয়াড দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর।তাঁরা জেলা পরিষদ স্কুলে পড়াতেন, লাতুরে বেসরকারি কোচিংও চালাতেন।
কী কী ঘটল?
কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে প্রয়োজনে দুই শিক্ষককে ফের ডাকা হতে পারে বলে খবর। নিট এবং ইউজিসি-নেট নিয়ে হালে যে সব ঘটনা ঘটেছে, তাতে তামাম ভারতের শিক্ষামহল টালমাটাল শুরু হয়ে যায়। আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এই নিয়ে তদন্ত চলছে। পড়ুয়া-স্বার্থ ও তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে গত কাল রাতেই সরকারের তরফে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। ইউজিসি-নেটে অনিয়মের তদন্তও করছে সিবিআই। অভিযোগ, ডার্ক নেটে এই পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে গিয়েছিল।
এখনও পর্যন্ত...
হালেই জানা গিয়েছিল, নিট-ইউজি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। এখন 'সলভার গ্যাং' অর্থাৎ যারা প্রশ্নপত্র ফাঁস এবং ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠিয়েছিল, তাদের খোঁজে তোলপাড় চলছে। গত কাল, শনিবার, পরীক্ষা আয়োজক সংস্থার প্রধানকে বদলেছে সরকার। নিটে অনিয়ম খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করা হয়েছে। গত ৫ মে অন্তত ২৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু, গত ৪ জুন এর ফলপ্রকাশের পর প্রশ্নপ্ত্র ফাঁস এবং ১৫০০-রও বেশি পড়ুয়াকে গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। আজ, অন্তত ১৫০০ পরীক্ষার্থীর পুনরায় নিট দেওয়ার কথা। সাতটি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা আয়োজক সংস্থা গ্রেস মার্কস বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পুর্নপরীক্ষারও সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল আজ। কিন্তু গত কাল, অর্থাৎ শনিবার রাতে সেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সঙ্গে এও জানায়, পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। বাতিল হয়েছে ইউজিসি নেটও।
আরও পড়ুন:পরীক্ষাতে না বসেই চাকরি ! পুলিশের দ্বারস্থ খোদ যুবকই