US Alien Registration Act: ‘এখনই বেরিয়ে না গেলে…', রোজের ৮৬০০০ টাকা জরিমানা, হতে পারে জেলও, বিদেশি তাড়াতে নয়া হুঁশিয়ারি আমেরিকার
Donald Trump: নিজে থেকে আমেরিকা ছাড়লে কী লাভ, আর কী ক্ষতি, তাও বিশদে তুলে ধরা হয়েছে।

ওয়াশিংটন: ধরে ধরে বেআইনি অভিবাসী তাড়ানোর পর এবার বিদেশি বিতাড়নে নয়া উদ্যোগ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকারের। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি এবার বিদেশিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল। 'Alien Registration Act'-এর আওতায় বিদেশি নাগরিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে সমস্ত নাবালক, নাবালিকা-সহ যে সমস্ত বিদেশি নাগরিক ৩০ দিনের বেশি আমেরিকায় রয়েছেন, তাঁদের সকলকে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতে হবে। আমেরিকায় প্রবেশকালেও 'Alien Registration Act'-এর আওতায় নাম নথিভুক্ত করাতে হবে বিদেশি নাগরিকদের। আগামী ৩০ দিনের মধ্যে নাম নথিভুক্ত না করালে, এখনই বেরিয়ে যেতে হবে বিদেশিদের। অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে, জেল হতে পারে যেমন, মোটা টাকা জরিমানাও করা হতে পারে। (US Alien Registration Act)
আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'আমেরিকায় ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছেন এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রীয় সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে। অন্যথায় অপরাধ হিসেবে গন্য করে জরিমানা করা হবে, হতে পারে জেলও। ডোনাল্ড ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের সচিব ক্রিস্টি লিন আর্নল্ড নোম বেআইনি অভিবাসীদের নিয়ে খুব কড়া। এখনই বেরিয়ে যান, নিজে থেকে বেরিয়ে যান'। (Donald Trump)
নিজে থেকে আমেরিকা ছাড়লে কী লাভ, আর কী ক্ষতি, তাও বিশদে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নিজে থেকে বেরিয়ে গেলে অপরাধী তকমা জুটবে না। আমেরিকায় রোজগার করা টাকাও সঙ্গে নিয়ে যাওয়া যাবে। বিমানের ভাড়ায় মিলতে পারে ভর্তুকি। পরে ফেরার সুযোগও দেওয়া হতে পারে।
Foreign nationals present in the U.S. longer than 30 days must register with the federal government. Failure to comply is a crime punishable by fines and imprisonment. @POTUS Trump and @Sec_Noem have a clear message to Illegal aliens: LEAVE NOW and self-deport. pic.twitter.com/FrsAQtUA7H
— Homeland Security (@DHSgov) April 12, 2025
আর নিজে থেকে না গেলে হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করবে। কিছু গোছানো যাবে না। চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত দিনপ্রতি ৯৯৮ ডলার (প্রায় ৮৬০০০ টাকা) জরিমানা দিতে হবে। নিজে থেকে না গেলে বাড়তি জরিমানা করা হবে ১০০০ থেকে ৫০০০ ডলার পর্যন্ত (৮৬০০০-৪ লক্ষ ৩০ হাজার টাকা। জেলে পোরাও হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিকে এবং আগামী দিনে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।
এই মুহূর্তে H-1 B ভিসা নিয়ে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের উপর এই নির্দেশ কার্যকর নয়। তবে উপযুক্ত কাগজপত্র না থাকা বিদেশি নাগরিকদের নিয়ে ট্রাম্প যে আরও কড়া অবস্থান নিতে চলেছেন, তা স্পষ্ট। H-1 B ভিসা থাকলেও যদি কেউ চাকরি হারান, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আমেরিকা না ছাড়লে আইনি পদক্ষেপ করা হতে পারে। H-1 B ভিসার অধিকারী পড়ুয়ারদের তাই সমস্যায় পড়তে হতে পারে আগামীতে।
ক্রিস্টি জানিয়েছেন, যে সমস্ত বিদেশি নাগরিক আমেরিকায় ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছেন, তাঁদের নাম নথিভুক্ত করার শেষ দিন ছিল ১১ এপ্রিল। ১১ এপ্রিলের পর যাঁরা ঢুকেছেন, আগামী ৩০ দিনের মধ্য়ে নাম নথিভুক্ত করাতে হবে। বয়স ১৪ যাদের বা ১৪ বছরে পা দিচ্ছে, তাদের নতুন করে ফিঙ্গার ফ্রিন্ট-সহ নাম নথিভুক্ত করাতে হবে। নাবালক-নাবালিকাদের হয়ে তাদের মা-বাবাকে এগিয়ে আসতে হবে।
ক্রিস্টির বক্তব্য, "বেআইনি ভাবে আমাদের দেশে যাঁরা প্রবেশ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি পরিষ্কার বলছি, এখনই বেরিয়ে যান। এখন বেরিয়ে গেলে, আবার হয়ত ফিরে আসতে পারবেন। আমাদের স্বাধীন দেশে আবারও স্বপ্ন দেখার সুযোগ পাবেন হয়ত। সরকার অভিবাসন আইন কার্যকর করবে, আমরা কোনও বাছবিচার করব না। কে বা কারা আমাদের দেশে ঢুকছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই জানা প্রয়োজন।" আগামী ৩০ দিনের মধ্যে নাম নথিভুক্ত না করালে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন ক্রিস্টি।






















