মার্কিন-ইরাক সংঘাত LIVE Updates: ২২ ক্ষেপণাস্ত্রের হামলা, বলল ইরাক, মৃত ৮০ 'মার্কিন জঙ্গি', দাবি ইরানের, ইরাক-যাত্রায় সতর্কতা জারি ভারতের
LIVE
Background
বাগদাদ: জেনারেল কাসেম সোলেমানির হত্যার বদলা হিসেবে বুধবার ইরাকের মার্কিন দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সূত্রের খবর, প্রায় এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরানের সংবাদসংস্থা ফার নিউজ এজেন্সি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ ট্যুইট করে। সেখানে বলা হয়েছে, এটা হল মার্কিন হামলার প্রতিশোধ। এন-আল-আসাদের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। খবরের সত্যতা স্বীকার করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ২টি ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে।
ইতিমধ্যেই, ওই এলাকা থেকে মার্কিন বাহিনীকে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর, যার মেজর জেনারেল তথা কাডস বাহিনীর প্রধান সোলেমানিকে ইরাক বিমানবন্দরের কাছে মিসাইল হামলায় মেরেছে মার্কিন ফোর্স।
#WATCH: Iran launched over a dozen ballistic missiles at 5:30 p.m. (EST) on January 7 and targeted at least two Iraqi military bases hosting US military and coalition personnel at Al-Assad and Irbil, in Iraq. pic.twitter.com/xQkf9lG6AP
— ANI (@ANI) January 8, 2020
পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান জানিয়েছেন, ঘাঁটিতে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তিনি বলেন, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ইরাকে মার্কিন ও যৌথ বাহিনী ঘাঁটি লক্ষ্য করে প্রায় ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তিনি যোগ করেন, এটা পরিষ্কার যে ক্ষেপণাস্ত্রগুলি ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। লক্ষ্য করা হয় আল-আসাদ ও আব্রিলে অবস্থিত দুটি ইরাকি বায়ুসেনা ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী উপস্থিত ছিল।
প্রসঙ্গত গত শুক্রবার, বাগদাদে মার্কিন হামলায় সোলেমানি সহ ইরানের একাধিক সামরিক অফিসারের মৃত্যু হয়। এরপরই বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মার্কিন বাহিনীকে ‘জঙ্গি’ বলেও উল্লেখ করে ইরান প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ওয়াশিংটন ইরানের ৫২টি জায়গায় একসঙ্গে হামলা চালাবে।
ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর তরফে জানানো হয়েছে, আমরা বিমান সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছি। তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে এবং যাবতীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি, একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থাও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। অনেকেই ইতিমধ্যে ইরাকের আকাশপথ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন ‘মার্কিন জঙ্গি’ মারা গিয়েছে বলে দাবি করল সেদেশের সরকারি টিভি চ্যানেল। ইরান আরও দাবি করেছে, সামরিক চপার ধ্বংস সহ বহু মার্কিন সমরাস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রশাসনের তরফে অবশ্য এই সংখ্যার সত্যতা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে, ‘সব ঠিক আছে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেন।
ইরাক-যাত্রায় সতর্কতা জারি করল ভারতের বিদেশমন্ত্রক। কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, একান্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজন না পরলে পরবর্তী ভারতীয় নাগরিকদের ইরাক না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারতে বসবাসকারী ভারতীয়দের অনুরোধ, তাঁরা যেন সতর্ক ও সজাগ থাকেন। বাগদাদের দূতাবাস ও এরবিলের কনস্যুলেট পুরোপুরি সক্রিয় রয়েছে এবং তারা ইরাকে বসবাসকারী ভারতীয়দের সহায়তা দিতে প্রস্তুত।