এবার তিরথ বললেন, ‘আমেরিকা ভারতকে ২০০ বছর পরাধীন রেখেছিল’
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী বলেন, যে আমেরিকা, ভারতকে ২০০ বছর পরাধীন করে রেখেছিল, সেই আমেরিকা এখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। অত্যাধুনিক স্বাস্থ্য পরিকাঠানো ও কম জনসংখ্যা সত্ত্বেও সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা ভারতের থেকে বেশি।
নয়াদিল্লি: মহিলাদের রিপড জিনস পরা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন উত্তরাখণ্ডের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াত। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বেফাঁস মন্তব্য তিরথের। তিনি বললেন, আমেরিকা ভারতকে ২০০ বছর পরাধীন করে রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে তিরথ ভারত কীভাবে সাফল্যের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতির মোকাবিলা করেছে, তা বলতে গিয়েই এই গোলমাল করে ফেলেন তিরথ। আসলে ভারতে প্রায় ২০০ বছর শাসন করেছিল ব্রিটিশরা।
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী বলেন, যে আমেরিকা, ভারতকে ২০০ বছর পরাধীন করে রেখেছিল, সেই আমেরিকা এখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। অত্যাধুনিক স্বাস্থ্য পরিকাঠানো ও কম জনসংখ্যা সত্ত্বেও সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা ভারতের থেকে বেশি।
তিরথ সিংহ রাওয়াত বলেছেন, ‘যেখানে আমেরিকা আমাদের ২০০ বছর পর্যন্ত আমাদের পরাধীন করে রেখেছিল, সারা বিশ্বজুড়েই তাদের রাজ ছিল। তাদের সাম্রাজ্যে কখনও সুর্য ডুবত না, এমনই বলা হত। কিন্তু এখন তারা হিমশিম খাচ্ছে। পৌনে তিন লক্ষের বেশি মানুষের মৃত্যু (করোনায়) হয়েছে’।
রাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী মোদির প্রচেষ্টা ভাইরাসের কবল থেকে আমাদের রক্ষা করেছে।
এর পাশাপাশি, কোভিড-১৯ বিধি ও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার ও বারবার হাত ধোওয়ার মতো যে সতর্কতামূলক ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, সেগুলি অনুসরণের জন্য সাধারণ মানুষকেও কৃতিত্ব দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিরথ। কার্যভার গ্রহণের পরই মহিলাদের রিপড জিনস পরার ব্যাপারে আপত্তি তুলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
তিরথ বলেছিলেন, উড়ানে বাচ্চাদের সঙ্গে এনজিও-র একটি মহিলাকে রিপড জিনস পরতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের মহিলারা সমাজে বেরিয়ে লোকজনের সঙ্গে দেখা করে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। আমরা সমাজকে, আমাদের শিশুদের কী বার্তা দিচ্ছি। আমরা যা করি, তা শিশুরা অনুসরণ করে। বাড়িতেই যে শিশু সঠিক সংস্কৃতির শিক্ষা পায়, যতই আধুনিক হয়ে উঠুক না কেন, সে কখনও জীবনে ব্যর্থ হয় না’।
তিরথ আরও বলেন, ‘কাঁচি দিয়ে পোশাক কেটে হাঁটু দেখিয়ে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি আমাদের মূল্যবোধগুলোকেও কাঁচি দিয়ে কেটে ফেলছি?’