Varanasi News: গঙ্গাগ্রাসে বারাণসীর একাধিক ঘাট, দর্শন বন্ধ কাশী বিশ্বনাথের
Ganga River Swells Varanasi Ghat: একস্থান থেকে অন্যত্র যেতে অনেক সময় নৌকাও ব্যবহার করা হচ্ছে। এখানে গঙ্গার জল বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি জলাধার এবং বাঁধ থেকেও জল ছাড়া হয়েছে
নয়া দিল্লি: প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ল গঙ্গার। বৃহস্পতিবার রীতিমতো গঙ্গাগ্রাসে বারাণসীর একাধিক ঘাট। এর ফলে কাশী বিশ্বনাথের মন্দিরেও যেতে পারছেন না বহু পুণ্যার্থীরা। হু হু করে বাড়ছে গঙ্গার জল। এই পরিস্থিতিতে বারাণসীর ঘাটের পাশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
এদিকে দূর দূর থেকে ভক্তরা ভিড় করেছেন বারাণসীতে। তবে কাশী বিশ্বনাথ দর্শন না করেই ফিরে যেতে হচ্ছে বলে আফশোস প্রকাশও করেছে। দিল্লির এক তীর্থযাত্রী জানান, ভারী বৃষ্টির কারণে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে গিয়েও ফিরে এসেছেন। তাঁর কথায়, "আমি দিল্লি থেকে এখানে মন্দিরে গিয়ে আশীর্বাদ নিতে এসেছি। তবে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমাদের বাইরে না যেতে বলা হয়েছে। গতকাল একটি বাড়ি ভেঙে পড়েছে এবং এখন এখানে ঘাটগুলি ডুবে গেছে।"
একস্থান থেকে অন্যত্র যেতে অনেক সময় নৌকাও ব্যবহার করা হচ্ছে। এখানে গঙ্গার জল বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি জলাধার এবং বাঁধ থেকেও জল ছাড়া হয়েছে। ফলে সেটাও জল বাড়ার অন্যতম একটি কারণ। তবে বারাণসীর ঘাটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বদাই প্রস্তুত রয়েছে প্রশাসন।
আরও পড়ুন, লটারিতে ১১৮ কোটি জিতেও সর্বস্বান্ত! কী কারণে এত টাকা খোয়ালেন 'সাময়িক' কোটিপতি?
ইতিমধ্যেই জল বেড়ে যাওয়ার ফলে গঙ্গার ঘাটের কাছের একটি বাড়ি ভেঙে পড়েছে। ফলে প্রশাসন অনেক বেশি সতর্ক হয়েছে। গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে বাগাড়া, সালোরি এবং রাজাপুর এলাকাগুলিতে জল ঢুকছে। ফলে খানিকটা সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারাও। প্রয়াগরাজের এক বাসিন্দা জানালেন, এখানকার পরিস্থিতি যথেষ্ট খারাপ। গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাড়িতে জল ঢুকে গিয়ে আরও বেশি সমস্যা তৈরি করছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে