Uttar Pradesh News: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ! ১০ দিন ধরে ট্যাঙ্কে পড়ে মৃতদেহ, সেই জলই পান করছিলেন মেডিক্যাল কলেজের ছাত্র ও কর্মীরা
Medical College Incident: মৃতদেহটি পচে গিয়েছিল এবং শনাক্ত করা সম্ভব হয়নি। গভীর রাতে পুলিশের উপস্থিতিতে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

দেওরিয়া (উত্তরপ্রদেশ) : এককথায়, ভয়াবহ ! আতঙ্কে শিউরে ওঠার মতো ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মহর্ষি দেবেন্দ্র বাবা মেডিক্যাল কলেজে। প্রায় ১০ দিন ধরে পচনশীল দেহ থাকা ট্যাঙ্কের জল পান করছিলেন ওই কলেজের ছাত্র ও কর্মীরা। জল থেকে প্রথমে দুর্গন্ধ ছড়ানোয় নড়েচড়ে বসেন তাঁরা। পঞ্চম ফ্লোরে থাকা ওই ট্যাঙ্ক খতিয়ে দেখার জন্য ডেকে পাঠানো হয় সাফাইকর্মীকে। সেইসময় দেখা যায়, ট্যাঙ্কে রয়েছে মৃতদেহ !
মৃতদেহটি পচে গিয়েছিল এবং শনাক্ত করা সম্ভব হয়নি। গভীর রাতে পুলিশের উপস্থিতিতে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আধিকারিকরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে ওপিডি এবং ওয়ার্ড ভবন উভয় স্থানেই জল সরবরাহ করা হয়েছিল। এই মৃতদেহ মেলার পর, দেওরিয়ার জেলাশাসক দিব্যা মিত্তলকে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। কলেজের অধ্যক্ষ ডাঃ রাজেশ কুমার বার্নওয়ালকে সাময়িকভাবে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ইটাহ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডাঃ রজনীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে পরিদর্শনের সময়, ডিএম দিব্যা মিত্তল লক্ষ্য করেন যে পঞ্চম তলার ট্যাঙ্কটি, যা তালাবদ্ধ থাকা উচিত ছিল, সেটা খোলা রয়েছে। জেলাশাসকের এই বিষয়ে অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর থেকে ট্যাঙ্কটি সিল করে দেওয়া হয় এবং ট্যাঙ্কারের মাধ্যমে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এদিকে চিফ ডেভেলপমেন্ট অফিসারের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে যোগীরাজ্যে পশু পাচারকারীদের হাতে নৃশংসভাবে খুন এক NEET পরীক্ষার্থী ! উত্তরপ্রদেশে NEET পরীক্ষার্থীকে মুখে গুলি করে খুনের অভিযোগ প্রকাশ্যে আসে। গোরক্ষপুরে ১ ঘণ্টা ধরে তাড়া করে মুখে গুলি করে ছাত্রকে খুন করা হয় বলে অভিযোগ। পশু পাচারকারীদের গুলিতে নিহত ওই NEET পরীক্ষার্থীর নাম দীপক গুপ্ত। নৃশংস এই ঘটনায় বিহারের গোপালগঞ্জ থেকে আরও এক অভিযুক্ত গ্রেফতার করা হয়।
ঘড়ির কাটায় তখন রাত সাড়ে বারোটা। গরু-মোষ চুরি করার সময় গ্রামবাসীর প্রতিরোধ বাধে। এদিকে পশু পাচারকারীদের তাড়া করতেই আচমকাই, ছাত্রকে গাড়িতে তুলে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে এরপরেই হাতেনাতে এক পশু পাচারকারীকে ধরে ফেলা হয়। গণপিটুনি দেয় গ্রামবাসীই, এমনই খবর।






















