Uttarakhand Tunnel Rescue : সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ
Uttarakhand Tunnel Collapse : পাথর ভাঙার কাজের জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ ৪ জন শ্রমিককে।
পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী : কেটে গিয়েছে দু-সপ্তাহ। এগোনোর পথে পদে পদে হতে হয়েছে বাধার সম্মুখীন। শেষমেশ যন্ত্র ছেড়ে যন্ত্রণা-মুক্তিতে ভরসা মানুষে। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Collapse) আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করে বের করে আনতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। এবার যন্ত্র নয়, মানুষই পাথর ভাঙার কাজ করবে।
পাথর ভাঙার কাজের জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ ৪ জন শ্রমিককে। ৮০০ মিলিমিটারের পাইপের মধ্যে বসে পাথর কাটার কাজ করবেন একজনই। আরেক জন সাহায্যকারী থাকবেন। ভিতরে ঢুকে যাঁরা কাজ করবেন, তাঁদের জন্য থাকছে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেলের ৫০ মিটার অংশ কাটা হয়েছে। বাকি ১০ মিটার অংশ ম্যানুয়ালি কাটতে সময় লাগবে আরও ৩-৪ দিন। তাই এখনও আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে উদ্ধারকাজ শেষের জন্য। সুড়ঙ্গে আটক ৪১ জনকে কতক্ষণে উদ্ধার করা সম্ভব হবে (Silkyara Tunnel Rescue Operation), সেই দিনক্ষণ বা সময়, পুরোটাই এখনও অনিশ্চয়তার অন্ধকারে। আলোর খোঁজে বিকল্প পথে উদ্ধারের ওপর জোর দেওয়া হচ্ছে।
সিল্কিয়ারায় সুড়ঙ্গে ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছিল অগার যন্ত্র। কিন্তু ইস্পাতের স্তূপের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে মার্কিন যে যন্ত্রের পিন। যে প্ল্যাটফর্মের ওপরে তা কাজ করছিল, নড়ে গিয়েছে সেটিও। গত দু'দিন ধরে এক ইঞ্চিও এগোন যায়নি উদ্ধারের কাজ। তাই রবিবার উদ্ধারকাজের প্রথম পর্বের কাজে ভেঙে যাওয়া মেশিনের অংশ বের করতে হবে। জানা যাচ্ছে, চাকা লাগানো স্ট্রেচারে ভাঙা অংশগুলি বের করে আনা হবে। সুড়ঙ্গে জমে থাকা ধস ভাঙতে গিয়ে লোহা আর ইস্পাতের স্তূপে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ হয়েছে অগার যন্ত্র।
পরিস্থিতি যে পর্যায়ে, তাতে দক্ষ পাথর কাটার শ্রমিকদের কাজে লাগানোর পাশাপাশি আজ থেকে ফের শুরু হবে ভার্টিক্যাল ড্রিলিং। পাশাপাশি, বারকোটের দিক থেকে ৪৭৭ মিটার অংশে ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল বসিয়ে পাইপ ঢোকানোর চেষ্টা করা হবে। ইতিমধ্যেই বারকোটে পৌঁছেছে সেনা ও NDRF। টানেলের বাইরে অ্যাম্বুলেন্স থেকে মেডিক্যাল টিম, রয়েছে অপেক্ষায়। ইতিমধ্যে সারা হয়ে গিয়েছে, কীভাবে শ্রমিকদের বের করে আনা হবে তার মক ড্রিলও। আপাততত অপেক্ষা ভেঙে পড়া পাথরের স্তূপ পেরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনোর।
আরও পড়ুন- সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।