Vidyasagar College: ২০ টাকা থেকে একলাফে হাজার! ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
ভোটমুখী রাজ্যে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। ক্ষোভ উগরে দিয়ে পথে এবার পড়ুয়ারাও। করোনা পরিস্থিতির মধ্যেও অস্বাভাবিক হারে কলেজ ফি বাড়ানো হয়েছে। এই অভিযোগে প্রতিবাদে সরব হলেন বিদ্যাসাগর কলেজের প্রাতঃবিভাগের ছাত্রীরা।
উজ্জ্বল মুখোপাধ্যায়,কলকাতা: ২০ টাকা থেকে বেড়ে একেবারে হাজার টাকা! এক লাফে অনেকটা অ্যাডমিশন ফি বৃদ্ধির অভিযোগ বিদ্যাসাগর কলেজে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কলেজের প্রাতঃবিভাগের ছাত্রীরা। এবিষয়ে বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভোটমুখী রাজ্যে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। ক্ষোভ উগরে দিয়ে পথে এবার পড়ুয়ারাও। করোনা পরিস্থিতির মধ্যেও অস্বাভাবিক হারে কলেজ ফি বাড়ানো হয়েছে। এই অভিযোগে প্রতিবাদে সরব হলেন বিদ্যাসাগর কলেজের প্রাতঃবিভাগের ছাত্রীরা। তাঁদের অভিযোগ, কলকাতার অন্যান্য কলেজের তুলনায় বিদ্যাসাগর কলেজে ফি-বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। এদিন কলেজের লনে, রাস্তায় বিক্ষোভ দেখান ছাত্রীরা। তাঁদের বক্তব্য, করোনাকালে প্রায় ১১ মাস কোনও ক্লাস হয়নি। ল্যাব থেকে কম্পিউটার, কোনও কিছুই ব্যবহার করতে পারেননি তাঁরা। অথচ এই মহামারী পরিস্থিতির মধ্যেও অ্যাডমিশন ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
কলেজের উন্নয়ন ফি বাবদ ধার্য করা হয়েছে ১২০০ টাকা ৷ করোনাকালে ল্যাব কম্পিউটার ব্যবহার না হলেও, তার জন্য চার্জ ধার্য করা হয়েছে বলে পড়ুয়াদের অভিযোগ। এবিষয়ে বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। একথা জানিয়ে মন্তব্য করতে চাননি কেউ।