বেশ কিছুটা কমল Vivo V20 স্মার্টফোনের দাম
চিনের স্মার্টফোন কোম্পানি Vivo তাদের Vivo V20 স্মার্টফোনের দাম কমিয়েছে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ও ফ্লিপকার্টে এই স্মার্টফোনকে কমে যাওয়া দামে লিস্ট করা হয়েছে। কোম্পানি এই ফোনের দাম প্রায় ২০০০ টাকা কমিয়েছে।
নয়াদিল্লি: চিনের স্মার্টফোন কোম্পানি Vivo তাদের Vivo V20 স্মার্টফোনের দাম কমিয়েছে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ও ফ্লিপকার্টে এই স্মার্টফোনকে কমে যাওয়া দামে লিস্ট করা হয়েছে। কোম্পানি এই ফোনের দাম প্রায় ২০০০ টাকা কমিয়েছে। এরফলে Vivo V20 –র 8GB র্যাম + 128GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ২২,৯৯০ টাকা। অন্যদিকে, এর 8GB র্যাম +256GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৪৯০ টাকা থেকে কমে হয়েছে ২৫,৪৯০ টাকা।
এক নজরে এই ফোনের স্পেশিফিকেশন
Vivo V20 স্মার্টফোনে 6.44 ইঞ্চি ফুল এইচডি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে ফানটাচ ওএস ১১ উইথ অ্যান্ড্রয়েড ১১ দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রোসেসর। ফোনটি 8GB + 128GB ও 8GB + 256GB, এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ইন্টারন্যাল স্টোরেজ এক টিবি পর্যন্ত বাড়ানো যায়। সিকিওরিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ক্যামেরা
Vivo V20-তে ক্যামেরার কথা বলতে গেলে বলা যায় যে, এর ক্যামেরা খুবই ভালো। ফোনটি ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা সেগমেন্ট ফার্স্ট আই-অটো ফোকাস অ্যালগোরিদম সহ রয়েছে। এতে রয়েছে স্ট্যান্ডার্ড ৩২ মেগাপিক্সেল ক্যামেরা থেকে ৩৭.৫ শতাংশ বেশি পিক্সেল মিলবে। ফ্রন্ট ক্যামেরা আর্ট পোর্ট্রেট ভিডিও, স্লো-মোশন সেলফি ভিডিও, ৪ কে সেলফি ভিডিও ও অরা স্ক্রিন লাইটের সঙ্গে সুপার নাইট সেলফি ২.০-র মতো ফিচারও দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও ফিচার, যা একই সময় ফ্রন্ট ও রিয়ার দুটি ক্যামেরা থেকেই রেকর্ডিং করা যায়।
Realme 7 pro –র সঙ্গে টক্কর
Vivo V20 SE –এর টক্কর Realme 7 pro-র সঙ্গে। রিয়েলমির এই ফোনে 6.4 ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 720G প্রোসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে 6GB ও 8GB র্যাম। এর স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা বাড়ানো যায়। ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ভিত্তির রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে। Realme 7 Pro-র 6GB র্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। সেইসঙ্গে 8GB র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা।