Weather Updates in India: ২৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি, এই রাজ্যগুলিকে সতর্ক করল আবহাওয়া দফতর
চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে ১৮ জুলাই থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী ২১ জুলাই পর্যন্ত বৃষ্টির প্রকোপ বজায় থাকবে এই অঞ্চলে। ছাড় পাবে না পশ্চিম উপকূল।
নয়া দিল্লি: সপ্তাহজুড়ে বজায় থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। উত্তর ভারত ছাড়াও পশ্চিম উপকূলে দাপট দেখাবে বৃষ্টিপাত। দেশের বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণের বিষয়ে সতর্ক করল আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট(IMD)জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে ১৮ জুলাই থেকে শুরু হয়েছে এই বৃষ্টিপাত। আগামী ২১ জুলাই পর্যন্ত বর্ষার প্রকোপ বজায় থাকবে এই অঞ্চলে। ছাড় পাবে না দেশের পশ্চিম উপকূল। ২৩ জুলাই পর্যন্ত অনবরত ভারী বৃষ্টি জারি থাকবে সেখানে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ভয়াবহ অবস্থা হতে পারে পশ্চিম হিমালয় চত্বরে । সেখানে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ,উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এক্ষেত্রে এই অঞ্চলে ভারী থেকে আরও ভারী বৃষ্টির আশঙ্কা করছে আইএমডি। ২১ তারিখ পর্যন্ত উত্তরপশ্চিম ভারতের পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশের উত্তরে এই ভারী বৃষ্টিপাত জারি থাকবে।
এদিকে, মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি ও এনসিআর চত্বরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখানে বৃষ্টির সঙ্গে সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ ,উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা , চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ , রাজস্থান বিহার , পশ্চিমবঙ্গের আকাশে মেঘ ছেয়ে রয়েছে। আকাশ কালো হয়ে রয়েছে উত্তরপূর্বের অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায়।
দেশের বর্তমান বৃষ্টিপাতের চিত্র বলছে, ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে ভেসেছে মহারাষ্ট্র। বহু জায়গায় জল ঢুকে গিয়ে মারাত্মক ক্ষতি হয়েছে শহরের। নামাতে হয়েছে বিপর্যয় মোকবিলা বাহিনী। আবহাওয়া দফতর জানাচ্ছে ,পশ্চিম উপকূলে আগামী ৫-৬দিন ভারী থেকে আরও ভারী বৃষ্টি হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, সেন্ট্রাল মহারাষ্ট্রের বহু ঘাটে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টি জারি থাকবে গোয়াতেও। ভারী বৃষ্টিপাত থেকে বাদ যাবে না দক্ষিণও। সোমবার কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। রাজ্যের দক্ষিণে ভাগে আছড়ে পড়তে পারে এই ভারী বৃষ্টি।