WB Election 2021: প্রার্থী নিয়ে কেন এত বিক্ষোভ? রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহর
প্রার্থী তালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ ছড়িয়েছে। হেস্টিংসে দলের নির্বাচনী অফিসের সামনেও তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। সব মিলিয়ে ভোটের মুখে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
কলকাতা: প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে বিজেপির রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহের। রাতেই কৈলাস, দিলীপ, মুকুল, অরবিন্দ মেনন, শিবপ্রকাশকে তলব। কেন প্রার্থী নিয়ে এত বিক্ষোভ? জানতে চান বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। এমনই খবর সূত্রের।
বিজেপি সূত্রে আরও খবর দিলীপ, মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রার্থী নিয়ে রাতভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রার্থী তালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ ছড়িয়েছে। হেস্টিংসে দলের নির্বাচনী অফিসের সামনেও তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। সব মিলিয়ে ভোটের মুখে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে গতকাল গুয়াহাটি গিয়েও ফের কলকাতায় ফেরেন অমিত শাহ। শহরের একটি হোটেলে দিলীপ ঘোষ-সহ রাজ্য নেতৃত্বের বৈঠক গড়াল ভোররাত পর্যন্ত। সূত্রের খবর, আজও সাংগঠনিক বৈঠক করেছেন অমিত শাহ।
এদিকে, বিজেপির হেস্টিংস অফিসের সামনে আজও বিক্ষোভের খবর এসেছে। ক্যানিং পশ্চিম, মন্দিরবাজারে প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দলীয় কর্মীদের একাংশের।
কুলপি, মগরাহাটের প্রার্থীদের নিয়েও অসন্তোষের জেরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীদের একাংশ।গতকালও বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দিকে দিকে প্রার্থীদের নিয়ে অসন্তোষের ছবি প্রকাশ্যে আসছে।
জেলায় জেলায় প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভও অব্যাহত। হুগলিতে প্রার্থী ঘোষণার আগেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গতকালের পর আজ হুগলির সপ্তগ্রাম বিধানসভার ত্রিবেণীতে পার্টি অফিসের সামনে পথ অবরোধ করেন বিক্ষুদ্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষুদ্ধ বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল থেকে আসা দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করা যাবে না। গতকালও একই দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যদিও এই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব।
প্রার্থী বদলের দাবিতে হুগলির গোঘাটেও বিজেপি কর্মীদের বিক্ষোভ। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাগেশ্বর পাণ্ডেকে কালো পতাকা দেখালেন বিক্ষুদ্ধরা। এর জেরে দলের সাংগঠনিক সভা ছেড়ে বেরিয়ে যান আরামবাগ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির ওই সদস্য। গোঘাটে এবার বিজেপির প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক। ২০১৯-এ তিনি বিজেপিতে যোগ দেন। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মীদের একাংশ। এদিন দলের সাংগঠনিক সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুদ্ধ বিজেপি কর্মীরা। দলীয় কর্মীদের ক্ষোভে গুরুত্ব দিতে নারাজ গোঘাটের বিজেপি প্রার্থী। এনিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার বিজেপি প্রার্থী বদলের দাবি উঠল কোচবিহারের সিতাইয়ে। গতকাল এনিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষুদ্ধদের দাবি, বিজেপি প্রার্থী দীপক রায়কে পরিবর্তন করে অন্য প্রার্থী দিতে হবে। প্রার্থী বদল না হলে নির্দল হিসেবে দাঁড়ানোর হুমকিও দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস বিজেপি জেলা নেতৃত্বের। অন্যদিকে, সিতাইয়ের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়াকে নিয়েও একাধিকবার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁরাও প্রার্থী বদলের দাবি জানিয়েছেন। তবে দলীয় কর্মীদের বিক্ষোভে গুরুত্ব দিতে নারাজ খোদ প্রার্থী ও তৃণমূল জেলা নেতৃত্ব।
এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্বেও বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী চন্দন নস্কর। বিক্ষুদ্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলের কাজে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি প্রার্থীকে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছেন দলীয় কর্মীদের একাংশ। আজ সকালে প্রার্থী বদলের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মগরাহাটের গরুহাটা এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিষয়টিতে গুরুত্ব দিতে চাননি বিজেপি প্রার্থী। প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের।