WB Election 2021: সরকারি মঞ্চে মন্ত্রীর ধমক, সমালোচনায় বিজেপি
রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কী চুপ করতে বলছো, লজ্জা লাগে না?’’ মঞ্চটা সরকারি অনুষ্ঠানের। সেখানেই প্রকাশ্যে অফিসারদের ভৎসনা করলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। ছাড়লেন না বিডিও-কেও। তিনি বলেন, বিডিও সাহেব কেন হচ্ছে না? ২০ হাজার প্রজেক্ট কেন হবে না?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাবড়ায় স্বনির্ভর গোষ্ঠীর ক্যান্টিন উদ্বোধন করতে গিয়ে সরকারি অফিসারদের ধমক দিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। ভর্ত্সনা করলেন বিডিওকেও। সরকারি অফিসারদের প্রকাশ্যে বকাঝকা করায় সমালোচনা সরব হয়েছে বিজেপি।
রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কী চুপ করতে বলছো, লজ্জা লাগে না?’’ মঞ্চটা সরকারি অনুষ্ঠানের। সেখানেই প্রকাশ্যে অফিসারদের ভৎসনা করলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। ছাড়লেন না বিডিও-কেও। তিনি বলেন, বিডিও সাহেব কেন হচ্ছে না? ২০ হাজার প্রজেক্ট কেন হবে না?
বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় স্বনির্ভর গোষ্ঠীর ক্যান্টিন উদ্বোধন করেন সাধন পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া এক নম্বর ব্লকের বিডিও, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের আধিকারিক, সুপারভাইজাররা। তাঁদের কাছে কাজের খতিয়ান জানতে চান ক্রেতা সুরক্ষামন্ত্রী। কিন্তু উত্তরে খুশি হননি তিনি। ভরা হল ঘরেই সুপারভাইজার ও আধিকারিকদের বকাঝকা করেন মন্ত্রী।
মন্ত্রী সুপারভাইজারকে বলছেন - তুমি আড়াই বছরে কত নাম দিয়েছে ৯০০? কেন হবে? ৫০০০ হাজার নয় কেন? আমি কিন্তু বলে যাচ্ছি, কাকে রাখব আর কাকে ছাড়ব। কেন কাজ হচ্ছে না, বিডিও-র কাছেও তার জবাব চান ক্রেতা সুরক্ষামন্ত্রী।
ব্লকের কাজকর্মের দিকে নজর দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতাকেও পরামর্শ দেন সাধন পাণ্ডে। ঠিকমতো কাজ না হওয়ায় ধমক দিচ্ছেন মন্ত্রী। তবে এতে আপত্তি রয়েছে বিজেপির। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতা নীলরতন মিত্র বলেন, ডব্লিউবিসিএস অফিসার, পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের এভাবে ভৎসনা করা ঠিক নয়।
এই প্রথম নয়, সরকারি কাজে অসন্তুষ্ট হওয়ায়, আগেও একাধিকবার সরকারি অফিসারদের বকাঝকা করেছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী।