(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Corona Scam: 'শ্বেতপ্রত্র প্রকাশ করুন, নিরপেক্ষ তদন্ত হোক', করোনা-সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে সরব ধনকড়
Corona Scam in West Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের... পাল্টা জবাব তৃণমূলের
কলকাতা: ঘূর্ণিঝড়ের ত্রাণ-দুর্নীতির অভিযোগের পর ফের তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এবার করোনা-আবহে বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে টুইট জগদীপ ধনকড়ের।
শুক্রবার রাজ্যপাল টুইট করেন, কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।
ধনকড় আরও লিখেছেন, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযোগ্যতা নেই। ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে। এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েক জনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।
রাজ্যপালের টুইটের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যপাল নন, উনি পদ্মপাল। মুখ্যমন্ত্রীর কথা বলছেন, হিমাচল প্রদেশে পিপিই কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিকর্তা অভিযুক্ত। যোগী সরকার তথ্য গোপন করার জন্য একজনকে মেরে ফেলেছে। মমতা সরকার দুর্নীতি রুখতে পদক্ষেপ করছেন। দোষ করলে শাস্তি হয় এ রাজ্যে, জেলে আছে। প্রভুকে জিজ্ঞেস করুন, অন্য রাজ্যে কেন হচ্ছে?
সব মিলিয়ে, করোনা-আবহে বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে।