WB News Live Updates: ডায়মন্ড হারবার হাসপাতালে মদের আসর, গ্রেফতার বিধায়কপুত্র; থানা থেকেই জামিন
জেনে নিন সব খবরের আপডেট
LIVE
Background
সংঘাত সরিয়ে চার বছর পর ফের কি কাছাকাছি বিমল গুরুঙ্গ-বিনয় তামাঙ্গ? জল্পনা বাড়িয়ে দার্জিলিঙের পাথলেবাসে বৈঠক করলেন ২ নেতা। কেউ কথা বলতেই পারে, আমরা চাই স্থায়ী সমাধান, মন্তব্য বিজেপির।
উত্তরবঙ্গে বড়সড় আন্দোলনে নামছে সিপিএম। পুরসভা নির্বাচন ও সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবিতে ১৭ অগাস্ট শিলিগুড়ি পুরসভা অভিযানের ডাক দিল সিপিএম।
হুগলির গোঘাটে পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায়, ধৃত ৯ জনের মধ্যে ৮ জনই জামিন পেলেন। নিরাপত্তার অভাবে ভুগছেন তৃণমূল নেত্রী। দল তদন্ত করবে, জানালেন তৃণমূলের জেলা সভাপতি।
দলেরই নেতাদের একাংশের কাজে অসন্তোষ। হস্তক্ষেপ চেয়ে তৃণমূল নেত্রীকে চিঠি দিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর অভিযোগ, বিজেপির হয়ে কথা বলা লোকই এখন তৃণমূলের বড় নেতা! ক্ষোভ থাকলে দলের মধ্যে বলুন। বিধায়ককে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের।
অন্য ডাক্তার সিজার করায় চিকিৎসকের চেম্বারে চড়াও। হুগলির ডানকুনিতে চিকিত্সক নিগ্রহের অভিযোগ। জরুরি কাজে আটকে পড়েছিলাম, তাই হাসপাতালে যেতে পারিনি। দাবি নিগৃহীত চিকিত্সকের।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
মুখ্যমন্ত্রীর সফরের পরের দিন আকাশ পথে ঘাটাল পরিদর্শন করলেন সেচ দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র। জল পথেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সবই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ভাগীরথীর ভাঙন। নদী গর্ভে তলিয়ে গেছে ৩০টারও বেশি বাড়ি। প্রায় দেড় কিলোমিটার এলাকা চলে গেছে নদীতে। ত্রিপল টাঙিয়ে আশ্রয় গৃহহীনরা।
হাসপাতালে ভর্তি থাকাকালীন খুনের ছক কষেছিলেন বাবুলাল। উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মারধরের বদলা নিতেই খুন করা হয়েছিল শুভ্রজিৎ দত্তকে। দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে।
হাওড়ার বাগনানে গণধর্ষণকাণ্ডে এখনও কেন মূল অভিযুক্তরা অধরা? রাজ্য মহিলা কমিশনে নালিশ বিজেপির। নজর রাখার আশ্বাস চেয়ারম্যানের। প্রতিবাদ দিল্লিতেও। সংসদ ভবন চত্বরে ধর্না বিজেপির। নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা তৃণমূলের।
মালদার গাজোলে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে গাজোল থানার পুলিশ। পলাতক অভিযুক্ত।
বর্ধমান মেডিক্যাল কলেজে হস্টেল চত্বর থেকে উদ্ধার জুনিয়র চিকিত্সকের রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
ইয়াস-ক্ষতিপূরণের ফর্ম বিলিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রামনগরে রাজনৈতিক তরজা। তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের ফর্ম বিলির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব গেরুয়া শিবির। পাল্টা বিরোধীদের চক্রান্ত বলে দাবি শাসকের।
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায়, দলীয় সদস্যাকে অপহরণের অভিযোগ বিজেপির। দক্ষিণ দিনাজপুরের ডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল সভাপতির। যে বিজেপি সদস্যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, তাঁর দাবি চিকিত্সার জন্য কলকাতায় রয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পঞ্চায়েত কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তুঙ্গে রাজনীতি। এগিয়ে বাংলা। ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। আইন আইনের পথেই চলবে। সাফাই জেলা তৃণমূল সভাপতির।
কোচবিহারে গীতালদহে তৃণমূল নেতা ও তাঁর ছেলের রহস্যমৃত্যু। ১ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। সহ্য করতে না পেরে আত্মঘাতী। সতীর্থের মৃত্যুতে দলেরই জেলা পরিষদ সদস্যকে কাঠগড়ায় তুললেন দিনহাটার তৃণমূল নেতা। দলীয়স্তরে তদন্তের আশ্বাস জেলা সভাপতির।
ডায়মন্ড হারবারের পর এবার মুর্শিদাবাদের লালগোলায় মধ্যযুগীয় বর্বরতা। স্বামীর মৃত্যুর ঘটনায় মহিলাকে দায়ী করে চুল কেটে নেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গ্রেফতার ৩। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নির্যাতিতাও।
বীরভূমের খয়রাশোলে, ভাদুলিয়া খনিতে শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ কয়লা তোলার কাজ। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান বেসরকারি সংস্থার কর্মীরা। প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।
বুধবার বিকেলে বীরভূমের তারাপীঠে হোটেলের ছাদ থেকে পড়ে জখম হন এক যুবক। চুরির অভিযোগে তাঁকে আটকে রাখেন এলাকাবাসী। পরে তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় যুবককে।
WB News Live Updates: ডায়মন্ড হারবার হাসপাতালে মদের আসর, গ্রেফতার বিধায়কপুত্র; থানা থেকেই জামিন
ডায়মন্ড হারবার হাসপাতালে মদের আসর, বিধায়কপুত্র গ্রেফতার। হাসপাতাল চত্বরেই মদের আসর, বিধায়কপুত্র-সহ ছয় জনকে গ্রেফতার করা হয়। তৃণমূল বিধায়কের ছেলে সৌম্য হালদার গ্রেফতার। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। গ্রেফতারের পরে বিধায়কপুত্রকে থানা থেকেই জামিন। এসডিপিও-র নেতৃত্বে অভিযান, হাতেনাতে পাকড়াও করা হয়ে তাঁদের। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
WB News Live Updates: বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচন, উপ নির্বাচন নিয়ে কী মত ? রাজনৈতিক দলগুলিকে চিঠি কমিশনের
বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচন, উপ নির্বাচন নিয়ে কী মত? ৩০ অগাস্টের মধ্যে জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে। ৫টি রাজ্যের রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল নির্বাচন কমিশন।
কমিশনের অতিমারী সংক্রান্ত গাইডলাইন নিয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছে। মতামত নিয়ে প্রয়োজনে তৈরি হবে নতুন গাইডলাইন, জানাল কমিশন।
WB News Live Updates: কাকদ্বীপে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, মৃত ২
কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু দুই বাইক আরোহীর। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। স্থানীয় মানুষরা রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
WB News Live Updates: কলকাতার সরকারি হাসপাতালে ভ্যাকসিন হয়রানি
কলকাতার দুটি সরকারি হাসপাতালে দেখা গেল ভ্যাকসিন হয়রানির ছবি। এনআরএসের ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, কেউ এসেছেন রাত ৩টেয়, কেউ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোর ৫টা থেকে। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বাড়ছে হয়রানি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে, কলকাতা মেডিক্যালে রাত থেকে লাইনে দাঁড়িয়েও কুপন মেলেনি বলে অভিযোগ করেছেন ভ্যাকসিন গ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।
WB News Live Updates: বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য ঘিরে উত্তেজনা
কলকাতা সহ জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার আইন অমান্যকে কেন্দ্র করে উত্তেজনা। দক্ষিণ কলকাতার ভবানীভবনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে সামিল হন অগ্নিমিত্রা পাল। পরে তাঁকে গ্রেফতার করা হয়। বিক্ষোভ হয় উত্তর কলকাতার সিমলা স্ট্রিটেও। এদিন দুর্গাচকের সুপার মার্কেট থেকে হলদিয়া মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। ১৪৪ ধারা জারি থাকায় মিছিল আটকায় পুলিশ। বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পশ্চিম মেদিনীপুরেরও ধরা পড়ে একই ছবি।