West Bengal News Live:তৃতীয়বার ক্ষমতায় ফিরে কি এবার এক ব্যক্তি, এক পদ নীতির পথে তৃণমূলও?
Get the latest West Bengal News and Live: ঘরছাড়াদের নিয়ে বিজেপির অন্দরেই সংঘাত। কে-এস-এ-ডি আদ্যক্ষর ব্যবহার করে নেতৃত্বকে আক্রমণ। নিজে কিছু করছেন না কেন? পাল্টা খোঁচা দিলীপের। সবাইকে নিরাপদে ফেরানোর আশ্বাস দিয়ে তালিকা চাইলেন চন্দ্রিমা।
সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব, প্রায় তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট। নবান্নের সিদ্ধান্তের অপেক্ষা। পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা।
তৃণমূলের সঙ্গে জেলা নেতৃত্বের আঁতাঁতের অভিযোগ। চুঁচুড়া পার্টি অফিসে দিলীপের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। নেতাদের অপসারণের দাবি।
কেশপুরে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক। বিজেপি-সিপিএমের ১৮জনের নামে পোস্টার। ২টি বুথে পিছিয়ে থাকায় শাসকের প্রতিহিংসা, অভিযোগ বিজেপির। পাল্টা চক্রান্তের দাবি তৃণমূলের।
বিরোধীদের সামাজিক বয়কটের ডাক, ক্ষুব্ধ দেব। যেই করুক না কে, ঘৃণা সমর্থন নয়। অহেতুক দলের বদনাম করবেন না। কড়া বার্তা সাংসদের। অমানবিক, অসহিষ্ণুতার নিদর্শন, কটাক্ষ বিজেপির।
ঘরছাড়াদের নিয়ে বিজেপির অন্দরেই সংঘাত। কে-এস-এ-ডি আদ্যক্ষর ব্যবহার করে নেতৃত্বকে আক্রমণ। নিজে কিছু করছেন না কেন? পাল্টা খোঁচা দিলীপের। সবাইকে নিরাপদে ফেরানোর আশ্বাস দিয়ে তালিকা চাইলেন চন্দ্রিমা।
অন্তর্বর্তী জামিনে মুক্তির পরে ব্যাঙ্কশাল আদালতে নারদকাণ্ডের ৪ হেভিওয়েট। মিনিট দশেক থাকলেন ফিরহাদ, সুব্রত, মদন। বান্ধবীকে নিয়ে গেলেন শোভন। ১৮ জুন মামলার ফের শুনানি।
এবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে লকেট। বিতর্কে মুখ খুললেন দিলীপ।বললেন, জিজ্ঞেস করার প্রয়োজন নেই, দেখে চলে এসেছি। আমাকেও কেউ দেখতে আসেনি।
ভাটপাড়ায় ফের গুলি। বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে বচসা অর্জুনের।
তৃতীয়বার ক্ষমতায় ফিরে কি এবার এক ব্যক্তি, এক পদ নীতির পথে তৃণমূলও? কাল মমতার ২টি বৈঠক। আরও বাড়তে পারে অভিষেকের গুরুত্ব। সাংগঠনিক পদে আনা হতে পারে নতুন মুখ।
অবসরপ্রাপ্ত কোনও আমলাকে সরকারি পদে বসাতে চাইলে লাগবে ভিজিল্যান্সের ছাড়পত্র। নিয়োগে স্বচ্ছতা আনতে দিতে হবে বিজ্ঞাপন। বিশেষ একজনকে দেওয়া যাবে না সুযোগ। নির্দেশিকা কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের।
রাজ্য সরকারের দেওয়া ১৮ থেকে ৪৫ বয়সীদের বিনামূল্যের ভ্যাকসিনে এবার মমতার ছবি দেওয়া শংসাপত্র। কোউইন অ্যাপ থেকে নামালে থাকবে মোদিরই ছবি। রাজ্যের এসএমএসের লিঙ্কে আলাদা সার্টিফিকেট।