West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭১১ জন, মৃত্যু ৫ জনের
Get the latest West Bengal News and Live Updates: একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন, সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১...
LIVE
Background
রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। আলিপুর আদালতে ২ আইনজীবী-সহ ৩জন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট।জোড়াবাগানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু
দীর্ঘ অপেক্ষাতেও অমিল ভ্যাকসিন। তাই পশ্চিম বর্ধমানের আসানসোল-কুলটির বহু বাসিন্দা ঝাড়খণ্ডের জামতাড়ায় গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছেন। তাঁদের দাবি, ভিনরাজ্যে ভ্যাকসিন নিয়ে গিয়ে কোনও সমস্যাতেই পড়তে হয়নি! যথারীতি এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি।
কোভিড বিধি অগ্রাহ্য করে মাঝরাত পর্যন্ত ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে বার, গ্রেফতার ১০। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হয়েছে মামলা। ২টি বারের মালিকই পলাতক।
বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ‘তাণ্ডব’, অভিযুক্ত গিল্ড।আরও টেকনিশিয়ান নেওয়ার দাবিতে শ্যুটিং বন্ধ করার অভিযোগ।সেটে তাণ্ডব, পরিচালককে বাসে তুলে টালিগঞ্জে আনার অভিযোগ।পরিচালক, সহ পরিচালককে জোর করে বাসে তুলে আনার অভিযোগ।জোর করে টালিগঞ্জে ফেডারেশনের অফিসে আটকে রাখার অভিযোগ।‘গিল্ডের সঙ্গে গণ্ডগোলের অভিযোগ দায়ের হয়েছে’।এফআইআর দায়ের করে তদন্তে বারুইপুর থানার পুলিশ।‘কাউকে আটকে রাখা হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে’।জোর করে আটকে রাখার অভিযোগ খারিজ করে দাবি গিল্ডের।
ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্যর গ্রেফতারের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল রাজর্ষির। সেখানে নিজেকে এনআইএ-র ডিআইজি বলে পরিচয় দেন তিনি। আর্ট পেন্টিং বিক্রির লেনদেনও ওই হোটেলে বসেই হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এখানে বসেই রাজর্ষি টাকা চেয়ে হুমকি দেন বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, বেসরকারি নিরাপত্তা এজেন্সি থেকে সশস্ত্র দেহরক্ষী নিয়েছিলেন রাজর্ষি। ওই সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউটাউনে পর্ন চক্রের ঘটনায় এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। চলতি মাসে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফোটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। এরপর সেই ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত নেমে দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭১১ জন, মৃত্যু ৫ জনের
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭১১ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ৫ জনের। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১
WB News Live Updates: কাল থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ
কাল থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজো। একসঙ্গে ১০ জন পুণ্যার্থী ঢুকতে পারবেন গর্ভগৃহে। ফুল-মিষ্টি নিয়ে দেওয়া যাবে পুজো। কালীঘাট মন্দির খোলা থাকবে সকাল ৬ থেকে বেলা ১২ পর্যন্ত। বিকেল ৪ থেকে ৭ পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দির।
West Bengal News Live: যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের কাছে জমা পড়ল নালিশ
ফের বিতর্কে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রর বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জমা পড়ল লিখিত অভিযোগ। সূত্রের খবর, অভিযোগে বলা হয়েছে, ‘নতুন দলে আসা মহিলা কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছেন সৌমিত্র। যুব মোর্চার পুরনো মহিলা কর্মীদের প্রকাশ্যে সম্মানহানি করা হচ্ছে। ফোনে হুমকি দিচ্ছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সৌমিত্রর নেতৃত্বে যুব মোর্চায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র।’ দিলীপ ঘোষের কাছে নালিশ জানিয়ে চিঠি যুব মোর্চার কর্মীদের একাংশের। অভিযোগ অস্বীকার যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র।
WB News Live Updates: নম্বর বাড়ানোর দাবিতে কোচবিহারের স্কুলে বিক্ষোভ
এবার নম্বর বাড়ানোর দাবিতে কোচবিহারের ভেটাগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। পথ অবরোধ লাল বাহাদুর শাস্ত্রী হাই স্কুলের ছাত্রদের। প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ। পড়ুয়াদের অভিযোগ সংসদে জানানোর আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
West Bengal News Live: আসানসোলে উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের
উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের। আসানসোলের সালানপুরের আছড়া যজ্ঞেশ্বরী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ।
‘১৩৭ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফর্ম সংসদে জমা দেয়নি স্কুল’, যার ফলে অন্যরা মার্কশিট পেলেও তাঁরা পাননি বলে অভিযোগ পড়ুয়াদের।