Bangladesh News: 'অশান্তি তৈরির ভিডিও শেয়ার করবেন না', বাংলাদেশ ইস্যুতে বঙ্গবাসীকে সতর্ক বার্তা রাজ্য পুলিশের
Bangladesh Protest:এদিন বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'শান্তি রক্ষার স্বার্থে আসুন ভারত একটা দেশ, বাংলাদেশও একটা দেশ।'
কলকাতা: কোথাও জ্বলছে আগুন, কোথাও 'বাঁচাও বাঁচাও' চিৎকার, কোথাও আবার তাণ্ডবের ছবি- সোশাল মিডিয়ায় ঘুরছে এমন বহু ভিডিও, ছবি। যে ছবি বাংলাদেশের বলেই দাবি করছেন নেটিজেনরা। তবে এই ছবি ও ভিডিও পাবলিশ করা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছে রাজ্য পুলিশ।
সোমবার অশান্তির চরমে পৌঁছেছে বাংলাদেশের আন্দোলন। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই দেশের ক্ষমতা হাতে নেয় সেনা। তবে তাণ্ডব কমেনি। বাংলাদেশের সংসদ ভবনে ঢুকে আন্দোলনকারীদের তাণ্ডব চলে, ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, আগুন লাগানো হয়। সংসদে ঢুকে চরম তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। হাসিনা সরকারের পতনে চলে উল্লাস। পোড়ানো হয় আতসবাজি। ঢাকায় আওয়ামি লিগের সদর দফতরে আগুন। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙচুর, স্মৃতিঘরে আগুন। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর।
এদিকে এমনই বেশ কিছু ভিডিও সোশালে শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান হয়, 'শান্ত থাকুন, গুজবে কান দেবেন না। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনওরকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না। রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।'
এদিন বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'শান্তি রক্ষার স্বার্থে আসুন ভারত একটা দেশ, বাংলাদেশও একটা দেশ। পাশের রাজ্য়ে যদি কিছু হয়, আমার প্রতিবেশীর যদি কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্য়ে পড়ে, সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে। সব সন্তানরা যেন ভাল থাকে'।
আরও পড়ুন, নজরে নিরাপত্তা? বাংলাদেশ ইস্যুতে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, রয়েছেন শাহ-রাজনাথ
অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়েছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে