এক্সপ্লোর
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কেশপুরের রাজারডাঙা গ্রাম, জখম ৭, ভাঙচুর পুলিশের গাড়ি
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কেশপুরের রাজারডাঙা গ্রাম। পুলিশের গাড়ি ভাঙচুর। সংঘর্ষে আহত উভয়পক্ষের ৭। আশঙ্কাজনক অবস্থায় তিনজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

পশ্চিম মেদিনীপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কেশপুরের রাজারডাঙা গ্রাম। পুলিশের গাড়ি ভাঙচুর। সংঘর্ষে আহত উভয়পক্ষের ৭। আশঙ্কাজনক অবস্থায় তিনজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। কৃষি আইন ও হাথরসকাণ্ডের প্রতিবাদে গতকাল এলাকায় মিছিল করে তৃণমূল। অভিযোগ, মিছিল শেষে সংঘর্ষে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলে আনন্দপুর থানার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এর জেরে বিজেপি কর্মীদের এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টির পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। দিনকয়েক আগে রাজারডাঙা গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।সেই থেকেই এলাকায় উত্তেজনা ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















