এক্সপ্লোর
হোয়াটসঅ্যাপের নয়া ফিচার বদলে দেবে আপনার মেসেজ পাঠানোর অভিজ্ঞতা
এবার তারা আরও নতুন চারটি ফিচার নিয়ে এসেছে, যা আপনাদের মেসেজ করার অভিজ্ঞতাই বদলে দেবে।
নয়াদিল্লি: গোটা বিশ্বে হোয়াটসঅ্যাপ ইউজারদের সংখ্যা ২ কোটির বেশি। ইউজারদের কাছে আরও আকর্ষক হয়ে ওঠার জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার তারা আরও নতুন চারটি ফিচার নিয়ে এসেছে, যা আপনাদের মেসেজ করার অভিজ্ঞতাই বদলে দেবে।
এক্সপায়ারিং মেসেজ
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে বেশ কিছুদিন ধরে এই ফিচারের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। এর নাম এক্সপায়ারিং মেসেজ। এই ফিচারের সাহায্যে কোনও মেসেজ পাঠানোর সময় তার সময়সীমাও নির্ধারিত করতে পারবেন। অর্থাৎ সময় পেরিয়ে গেলে মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
ভেরিফাই মেসেজ
আজকাল সোশ্যাল মিডিয়ায় ফেক মেসেজের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপেরও একই অবস্থা। এই ফেক মেসেজ আটকানোর জন্য এখনও কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। তবে হোয়াসঅ্যাপের নয়া ফিচারের সাহায্যে এবার সহজেই যাবতীয় মেসেজ ক্রসচেক করতে পারবেন। বেশ কয়েকবার ফরওয়ার্ড হওয়া মেসেজের সামনে ম্যাগ্নিফাইং গ্লাস আইকন আসবে। তার ওপর ট্যাপ করলে ওই মেসেজের ওয়েব সার্চ হবে, ভেরিফাই করা হবে, যিনি মেসেজটি আদতে পাঠিয়েছিলেন তিনি ফেক কিনা। এর ফলে নিয়ন্ত্রিত হবে ফেক মেসেজের রমরমা।
মাল্টি ডিভাইস সাপোর্ট
হোয়াটসঅ্যাপে শুধু একটি ডিভাইসে এখন লগ ইন করা যায়। কিন্তু নতুন ফিচারের সাহায্যে ইউজাররা একাধিক ডিভাইস দিয়ে একই সঙ্গে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
১৫ সেকেন্ডের স্ট্যাটাস ভিডিও
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইউজাররা আর লম্বা ভিডিও পাঠাতে পারবেন না। নতুন ফিচার অনুযায়ী ১৫ সেকেন্ডের বেশি লম্বা ভিডিও আর আপডেট করা যাবে না। এতদিন এই লিমিট ছিল ৩০ সেকেন্ড। ভারতীয় ইউজারদের জন্যই মূলত এই ফিচার আনা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement