এক্সপ্লোর
Advertisement
অর্থনীতির কোন দিকটা ঠিকঠাক চলছে? একটাও না! সরব চিদম্বরম
লিখেছেন, আজ সংসদ বসছে। অর্থনীতিকে যে ‘মারাত্মক ভুল রাস্তায় চালানো হচ্ছে’, সেটা সর্বসমক্ষে তুলে ধরতে কংগ্রেসের অবশ্যই বিরোধী শিবিরের নেতৃত্ব দেওয়া উচিত। মোদী সরকার সঠিক সমালোচনা গ্রহণ করতে চাইছে না বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতাটি।
নয়াদিল্লি: অর্থনীতির কোন ক্ষেত্রের হাল ভাল, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে অর্থনীতির ইস্যুতে নিশানা করে প্রশ্ন তুললেন পি চিদম্বরম। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যুইট করে নিজের দলকে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারের হাতে অর্থনীতির ‘চরম ভ্রান্ত পরিচালনা’র বিরুদ্ধে তত্পর হতে বলেছেন। লিখেছেন, আজ সংসদ বসছে। অর্থনীতিকে যে ‘মারাত্মক ভুল রাস্তায় চালানো হচ্ছে’, সেটা সর্বসমক্ষে তুলে ধরতে কংগ্রেসের অবশ্যই বিরোধী শিবিরের নেতৃত্ব দেওয়া উচিত। মোদী সরকার সঠিক সমালোচনা গ্রহণ করতে চাইছে না বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতাটি।
Government seems knowledge proof and refuses to accept valid criticism and genuine advice.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 18, 2019
লেখেন, অর্থনীতির কোন দিকটা ঠিকঠাক চলছে? একটিও নয়। মনে হচ্ছে, সরকারের জ্ঞানগম্যি নেই, ভাল পরামর্শ, বাস্তব সমালোচনা শুনতে চাইছে না।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়ায় বেআইনি আর্থিক লেনদেন, দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে আছেন চিদম্বরম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও এর তদন্ত করছে। চিদম্বরমের হয়ে ট্যুইটটি করেছেন তাঁর পরিবারের লোকজন।
গতকাল সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে চিদম্বরমকে সোমবার শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে হাজির থাকতে দেওয়া উচিত বলে দাবি করে সরব হন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement