WHO on Covaxin: নিরাপদ, তবুও কোভ্যাক্সিন সরবরাহে স্থগিতাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
Covid Vaccine:ইউনাইটেড নেশনের এজেন্সির মাধ্যমে ভারত বায়োটেকের কোভিড টিকা কোভ্য়াক্সিনের সরবরাহের উপর স্থগিতাদেশ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নয়াদিল্লি: ইউনাইটেড নেশনের এজেন্সির (UN Agency) মাধ্যমে ভারত বায়োটেকের কোভিড টিকা কোভ্য়াক্সিনের (Covaxin) সরবরাহের উপর স্থগিতাদেশ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। আপাতত কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেককে (Bharat Biotech) তাদের পরিকাঠামো উন্নত করতে এবং গোটা প্রক্রিয়ায় যে যে সমস্যাগুলি দেখা গিয়েছে সেগুলি ঠিক করতে সময় দেওয়া হয়েছে। সম্প্রতি একটি সমীক্ষায় টিকা তৈরির ক্ষেত্রে কিছু কিছু ফাঁক নজরে পড়েছে সেই কারণেই আপাতত এই সিদ্ধান্ত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আশ্বস্ত করা হয়েছে যে কোভ্যাক্সিন টিকা নিয়ে কোনও সমস্যা নেই। টিকার কার্যকারিতা নিয়েও কোনও প্রশ্ন নেই। কোভিডের বিরুদ্ধে কার্যকর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।
কী নির্দেশ?
UN হেলথ এজেন্সি বলেছে, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিন সরবরাহের উপর স্থগিতাদেশ জারি করেছে। যে দেশগুলি এই কোভিড টিকা পেয়েছে তাঁদের পর্যাপ্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে।'
কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, কোভ্যাক্সিন কার্যকর (effective) এবং নিরাপত্তা (Safe) নিয়ে কোনও সমস্যা নেই। শুধুমাত্র রফতানির উপর এই নির্দেশ রয়েছে। ১৪ মার্চ থেকে ২২ মার্চ হওয়া একটি সমীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। good manufacturing practice (GMP) deficiencies--এই কারণেই এই নির্দেশ। সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
টিকাগ্রাহকদের প্রতি:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত বায়োটেক। দুইয়ের তরফেই বলা হয়েছে, কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী। এই সিদ্ধান্ত টিকার কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত নয়।
সংস্থার বার্তা:
ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, চাহিদা কমে যাওয়ার জন্য আপাতত উৎপাদন (Production) কমানো হচ্ছে। এখন থেকে কারখানার পরিকাঠামোর উন্নতি, উৎপাদন প্রক্রিয়ার দেখভাল এবং আনুষাঙ্গিক বিষয়ের উপর নজর দেবে সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও সেই বিষয়টি জানানো হয়েছে বলে একটি লিখিত বার্তা দিয়েছে ভারত বায়োটেক।
আরও পড়ুন: স্বস্তি নেই এতটুকু, সোমবার ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, ১৪ দিনে এই নিয়ে ১২ বার
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )