(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News:স্বামীকে খুন করতে পারলে ৫০ হাজার টাকা 'পুরস্কার', হোয়াটসঅ্যাপ স্টেটাসে 'বার্তা' স্ত্রী-র
Wife Announces Reward: স্বামী-স্ত্রীর মধ্যে বচসা আর নতুন কী? তা বলে রাগের মাথায় স্বামীকে মারার জন্য ৫০ হাজার টাকা 'পুরস্কার' ঘোষণা করবেন স্ত্রী? তাও কিনা হোয়াটসঅ্যাপ স্টেটাসে!
নয়াদিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে বচসা আর নতুন কী? তা বলে রাগের মাথায় স্বামীকে মারার জন্য ৫০ হাজার টাকা 'পুরস্কার' ঘোষণা করবেন স্ত্রী? তাও কিনা হোয়াটসঅ্যাপ স্টেটাসে! আগরা বাহ জেলার ঘটনা। অভিযোগ প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায়। স্বামী এই 'স্টেটাস' দেখেই পুলিশ স্টেশনে স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেন।
কী ঘটেছিল?
বাহ-র পুলিশ স্টেশনের ইন-চার্জ, শ্যাম সিং জানালেন, ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। সেই অভিযোগেই স্বামী জানান, ২০২২ সালের জুলাই মাসে মধ্যপ্রদেশের ভিন্দ জেলার একটি গ্রামের বাসিন্দা, ওই মহিলাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের অল্প পর থেকেই দুজনের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক লেগে থাকত। পাঁচ মাস অসুখী দাম্পত্য কাটিয়ে ২০২২ সালেরই ডিসেম্বরে স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে এসেছিলেন ওই মহিলা। তার পর থেকে সেখানেই থাকতেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, ভিন্ড-এর পুলিশ স্টেশনে খোরপোশ চেয়ে মামলা দায়ের করেছেন অভিযুক্ত স্ত্রী। তাতেই আরও জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর, অভিযোগকারী যুবক যখন ভিন্ড থেকে ফিরছিলেন, তখন শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রাণে মারার হুমকি দেন। এর পরই স্ত্রীর ওই 'হোয়াটসঅ্যাপ স্টেটাস', যেখানে স্বামীকে খুনের পুরস্কার বাবদ ৫০ হাজার টাকা পুরস্কারের কথা বলা হয় বলে অভিযোগ।
কী রয়েছে ছবিতে?
অভিযোগে স্বামী জানান, স্ত্রীর হোয়াটসঅ্যাপ স্টেটাসে ঠিক কী লেখা রয়েছে। 'স্বামীকে যে খুন করবে, তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।' একটি বেসরকারি খবরের চ্যানেলের দাবি, মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। পড়শির বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন, এমন একজনের সঙ্গে তাঁর সম্পর্ক, বলে জানিয়েছে ওই চ্যানেল। এই সম্পর্কের জেরেই বিয়ের পর থেকে যাবতীয় বচসার সূত্রপাত, দাবি করা হয়েছে ওই খবরের চ্যানেলে। সেই চ্যানেলে অভিযোগকারী আরও বলেন, স্ত্রীর প্রণয়ীও তাঁকে ফোনে খুনের হুমকি দিয়েছিল। ২০১৯ সালের জানুয়ারি মাসে কিছুটা একই ধরনের একটি খবর চাঞ্চল্য তৈরি করে। সেখানে সুপারি কিলারের মাধ্যমে স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করে গুরুগ্রাম পুলিশ। সুপারি কিলারদের এই খুনের জন্য ১৬ লক্ষ টাকা দিয়েছিল স্ত্রী, শোনা যায় এমন কথাও। টানা জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে ওই মহিলা।
আরও পড়ুন:জোরাল প্রচার! কান্দির অলি-গলিতে ইউসুফ পাঠান, পদযাত্রায় অধীর চৌধুরীও