এক্সপ্লোর
Advertisement
ওরা আপনার বাড়ি ঢুকে মা-বোন, মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলবে! শাহিনবাগের অবস্থানের নিন্দা করে দিল্লিবাসীকে সাবধান করলেন বিজেপি এমপি
শাহিনবাগের প্রতিবাদীরা দিল্লির বাসিন্দাদের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা জানিয়ে তাঁদের ‘সময় থাকতে থাকতে’ জেগে ওঠার আহ্বান জানান ভার্মা।
নয়াদিল্লি: দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীদের হুঁশিয়ারি বিজেপি সাংসদের। সামনে দিল্লির বিধানসভা ভোট। সেই প্রসঙ্গ টেনে বিজেপি এমপি পরবেশ ভার্মার দাবি, ১১ ফেব্রুয়ারি দিল্লি ভোটে জিতে বিজেপি সরকার তৈরি হলেই এক ঘন্টার মধ্যে শাহিনবাগের বিক্ষোভস্থল ফাঁকা হয়ে যাবে, একজনকেও পাওয়া যাবে না। বিকাশপুরী বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী সভায় ভার্মা আরও বলেছেন, আমাদের সরকার তৈরি হওয়ার পর আমায় মাত্র এক মাস সময় দিলে আমার লোকসভা এলাকার মধ্যে সরকারি জমির ওপর তৈরি সব মসজিদ সরিয়ে দেব।
শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ-অবস্থান মাসখানেকের বেশি গড়িয়েছে। ভার্মা বলেছেন, ওখানে লাখ লাখ লোকের জমায়েত হচ্ছে। দিল্লির বাসিন্দাদের ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওরা আপনার বাড়িতে ঢুকে পড়বে, আপনার মা-বোন, মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলবে। এখনও সময় আছে, কাল কিন্তু আপনাদের বাঁচাতে মোদিজী, অমিত শাহ আসবেন না। দিল্লিবাসী আজ জেগে উঠলে গোটা পরিস্থিতিটা ভাল হয়ে যাবে।
শাহিনবাগের প্রতিবাদীরা দিল্লির বাসিন্দাদের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা জানিয়ে তাঁদের ‘সময় থাকতে থাকতে’ জেগে ওঠার আহ্বান জানান ভার্মা।
বলেন, অরবিন্দ কেজরিবাল শাহিনবাগের পাশে থাকার কথা বলেছেন। মনীশ শিসোদিয়াও একই কথা বলেছেন। মানুষ জানে, কাশ্মীরকে একটা আগুন গ্রাস করেছে, যাতে তাঁদের মা, বোনেরা ধর্ষিত হয়েছেন। কেরল, উত্তরপ্রদেশ, হায়দরাবাদে এমনই ঘটেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement