বড়দিনের আগেই শীত সংবাদ, আগামী কয়েকদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই কলকাতার তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানায়, বড়দিন তো বটেই এমনকি বছর শেষের কটা দিন কাটবে জাঁকিয়ে পড়া শীতের আমেজে। বুধবারের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও বৃহস্পতিবারও শীতের আমেজ রয়েছে শহর জুড়ে।
কলকাতা: বড়দিনের আগের সকালেই শীত সংবাদ দিল অলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজে মধ্যেই এবার মিলবে বড়দিন পালন ও বর্ষবরণের সুযোগ। পূর্বাভাসে জানাল এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে কলকাতার তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানায়, বড়দিন তো বটেই এমনকি বছর শেষের কটা দিন কাটবে জাঁকিয়ে পড়া শীতের আমেজে। বুধবারের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও বৃহস্পতিবারও শীতের আমেজ রয়েছে শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । বুধবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির নীচেই। উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে কম। আগামী কয়েক দিন বাংলা, বিহার, ঝাড়খণ্ডে কুয়াশার দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিন দিন ঘন কুয়াশার চাদরে ঢাকবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চন্ডীগড়। সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর- হিমাচল প্রদেশে।