(Source: ECI/ABP News/ABP Majha)
কোলে শিশু, ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন মহিলা, কপালজোরে রক্ষা
রেলের স্টাফ স্পেশাল বনগাঁ লোকাল ট্রেনের এই অবস্থা হলে এরপর সাধারণ বনগাঁ লোকাল চালু হলে তখন কী হবে?
উত্তর ২৪ পরগনা: স্টাফ স্পেশাল ট্রেনও ভিড়ে ঠাসা। সেই ট্রেন থেকেই নামতে গিয়ে কোলের শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়লেন মা। এই দৃশ্য অনেকেরই বুক কাঁপিয়ে দিয়েছে!
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা। রেলের স্টাফ স্পেশাল বনগাঁ লোকাল হাবড়া স্টেশনে পৌঁছয়। কিন্তু, তাতে সাধারণ মানুষের ভিড়! ট্রেনে ওঠা নামার জন্য হুড়োহুড়ি।
অত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন এক মহিলা। প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্যদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান মা ও সন্তান।
যাঁরা শিয়ালদা হয়ে ট্রেনে যাতায়াত করেন, অফিস টাইমে বনগাঁ, বারাসাত কিংবা মেন লাইনের একাধিক ট্রেনে কীরকম ভিড় হয়, তা খুব ভালভাবে জানেন।
করোনা আবহ না কাটলেও, দূর-দূরান্তের যাত্রীদের সুবিধার কথা ভেবে ১১ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে লোকাল ট্রেন চালু করতে সম্মত হয়েছে রেল ও রাজ্য সরকার। কিন্তু, আগের চেয়ে ট্রেন চলবে অনেক কম!