World’s Most Admired Men 2021: প্রথম তিনে বজায় রইল গত বছরের অবস্থান, বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় কত নম্বরে মোদি?
World’s Most Admired Men 2021: YouGov- এর এই তালিকায় দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে বলিউড তারকাদের নামও। কত নম্বর স্থানে রয়েছে এদেশের প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) নাম?
![World’s Most Admired Men 2021: প্রথম তিনে বজায় রইল গত বছরের অবস্থান, বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় কত নম্বরে মোদি? World’s Most Admired Men 2021: PM Modi bags 8th spot, beats out Joe Biden, Imran Khan, know complete list World’s Most Admired Men 2021: প্রথম তিনে বজায় রইল গত বছরের অবস্থান, বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় কত নম্বরে মোদি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/0c30f87adeeb3a7dd3a5173b27149dc9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নিজের অবস্থান ধরে রাখলেন বারাক ওবামা (Barak Obama)। YouGov –এর আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের মধ্যে প্রথম স্থানে তিনি। গত বছরই বিল গেটসের (Bill Gates) থেকে এই অবস্থান ছিনিয়ে নিয়েছিলেন। শুধু প্রথম তিন স্থানে গত বছর যাঁরা ছিলেন এবছরও তাঁরাই রয়েছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন শি জিংপিং (Xi Jinping)।
কর্মক্ষেত্রে সাফল্য, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন একইসঙ্গে জনপ্রিয়তার নিরিখে এই সমীক্ষা চালায় YouGov। সেই আন্তর্জাতিক সমীক্ষাতে বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের মোট ২০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার চতুর্থ স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পঞ্চম স্থানে জ্যাকি চান, ষষ্ঠ স্থানে ইলন মাস্ক, সপ্তম স্থানে লিওনেল মেসি। অষ্টম স্থানের রয়েছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নবম স্থানে ভ্লাদিমির পুতিন। দশমে জ্যাক মা।
এই তালিকায় দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে বলিউড তারকাদের নামও। ১৪তম স্থানে শাহরুখ খান, ১৫ তম স্থানে অমিতাভ বচ্চন। ১৭ তম স্থানে আছেন ইমরান খান। শুধু তাই নয় তালিকায় আছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ১২তম স্থানে রয়েছেন তিনি। ১৮ তম স্থানে আছেন বিরাট কোহলি। তালিকার সর্বশেষ নাম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
পিছিয়ে নেই মহিলারাও। একইভাবে বিশ্বের শ্রদ্ধেয় মহিলাদের মোট ২০ জনের নামের তালিকা প্রকাশ করেছে। এক্ষেত্রেও কর্মক্ষেত্রে সাফল্য, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন একইসঙ্গে জনপ্রিয়তার নিরিখে এই সমীক্ষা চালিয়েছে YouGov। মহিলাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মিশেল ওবামা (Michelle Obama)। দ্বিতীয় স্থানে অ্যাঞ্জেলিনা জোলি। তৃতীয় স্থানে রয়েছেন দ্বিতীয় রানি এলিজাবেথ।
দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, খেলোয়াড়দের পাশাপাশি এখানে জায়গা করে নিয়েছেন নোবেল শান্তি পুরষ্কার জয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নবম স্থানে আছেন তিনি। তালিকার ষষ্ঠ স্থানে আছেন ইম্মা ওয়াটসন। দশম স্থানে আছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ১১তম স্থানে আছেন কমলা হ্যারিস (Kamala Harris)। ১২ম তম স্থানে আছেন হিলারি ক্লিনটন। ১৩ তম স্থানে ঐশ্বর্য রাই বচ্চন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)