চিলিতে ৭.৭ তীব্রতার ভূমিকম্প, জারি সুনামি-সতর্কতা
স্যান্টিয়াগো: ক্রিসমাসের উৎসবের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। ৭.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে এই লাতিন আমেরিকার রাষ্ট্রে। জারি হয়ছে সুনামি সতর্কতা। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকূলবর্তী বাসিন্দাদের।
মার্কিন ভূতত্ববিদদের উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, এদিন রাত ৮টা নাগাদ (ভারতীয় সময়) ভূমিকম্পটি হয়। উৎসস্থল পোর্তো কেলনের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চিলো দ্বীপে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরই সেখানে জারি হয়েছে সুনামি-সতর্কতা। জান গিয়েছে, উৎসস্থল থেকে সবচেয়ে নিকটবর্তী শহর হল কাস্ত্রো। সেখানে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করেন। ওই এলাকা থেকে সব মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
চিলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতায় বহু রাস্তায় ফাটল ধরেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও বেশ কিছু জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এখানে বলে রাখা দরকার, উচ্চ-ভূকম্পন অঞ্চল হিসেবে পরিচিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত চিলি। গত বছরের ১৬ সেপ্টেম্বর, এখানে ৮.৩ তীব্রতার ভূমিকম্প হয়েছিল। তার আগে ২০১০ সালে ৮.৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময় প্রায় পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছিলেন।