এক্সপ্লোর
আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোয় চড়ল হায়দরাবাদের ৭ বছরের ছেলে, ওড়াল জাতীয় পতাকা
![আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোয় চড়ল হায়দরাবাদের ৭ বছরের ছেলে, ওড়াল জাতীয় পতাকা 7 year old Indian boy scales Mt Kilimanjaro, unfurls flag at the peak আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোয় চড়ল হায়দরাবাদের ৭ বছরের ছেলে, ওড়াল জাতীয় পতাকা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/16123718/KILIMANJARO.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: মাউন্ট কিলিমাঞ্জারো। ৫,৮৯৫ মিটার উঁচু ঘুমন্ত এই আগ্নেয়গিরির বাস আফ্রিকার তানজানিয়ায়। গোটা মহাদেশের এটিই সর্বোচ্চ পর্বত। এতেই উঠে পড়েছে হায়দরাবাদের ৭ বছরের ছেলে সামান্যু পোথুরাজু, উড়িয়েছে তেরঙা।
২ তারিখ কিলিমাঞ্জারোর উহুরু শৃঙ্গে উঠেছে সামান্যু। সঙ্গে ছিলেন তার মা লাবণ্য, প্রশিক্ষক থাম্মিনেনি ভারত, সাঙ্গাবান্দি শ্রুজানা নামে এক পর্বতারোহী ও এক ভদ্রমহিলা। এঁরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা। ছিলেন তানজানিয়ার এক স্থানীয় চিকিৎসকও।
২৯ মার্চ বেস পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সামান্যুরা। ৫ দিন লাগে শৃঙ্গে পৌঁছতে। সামান্যু জানিয়েছে, শৃঙ্গে পৌঁছনোর দিন বৃষ্টি পড়ছিল, রাস্তা ছিল পাথরে ভর্তি। পায়ে ব্যথা হচ্ছিল তার, ভয়ও করছিল। কিন্তু কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে নিতে ওপরে পৌঁছে যায় সে। তার বরফ খুব ভাল লাগে, তাই কিলিমাঞ্জারোয় যেতে চেয়েছিল সে।
A seven-year-old boy from #Hyderabad scaled the highest peak in #Africa, #Uhuru peak of #MountKilimanjaro in #Tanzania
Read @ANI Story | https://t.co/2KAi2HvgCr pic.twitter.com/xOfRzOZ0wP
— ANI Digital (@ani_digital) April 15, 2018
সামান্যু আরও বলেছে, তেলুগু নায়ক পবন কল্যাণ তার খুব প্রিয়। মা বলেছিলেন, বিশ্বরেকর্ড করার চেষ্টা করলে পবন কল্যাণের সঙ্গে তার দেখা করিয়ে দেবেন তিনি। এখন সে অপেক্ষা করছে প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য। আগামী মাসে অস্ট্রেলিয়ার একটি পর্বতে উঠবে সে বিশ্বরেকর্ড করার জন্য।
তৃতীয় শ্রেণির এই পড়ুয়া একই সঙ্গে বলেছে, শৃঙ্গে শৃঙ্গে চড়ে বেড়ায় বলে সে লেখাপড়ায় মোটেই অবহেলা করে না, তার প্রিয় বিষয় কম্পিউটার।
স্বাস্থ্যের কারণে কিলিমাঞ্জারোর চুড়োয় পৌঁছতে পারেননি সামান্যুর মা লাবণ্য, মাঝপথেই থেমে যেতে হয়। তবে ছেলের জন্য তিনি ভীষণ খুশি। জানিয়েছেন, মে মাসে অস্ট্রেলিয়ার ১০টি শৃঙ্গে চড়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করবে তাঁর ছেলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)