এক্সপ্লোর
Advertisement
আঁতকে ওঠার মতো ভিডিও ভাইরাল, সমু্দ্র সৈকতে দাঁড়িয়ে ছবি তোলার সময় আচমকা দৈত্যাকার ঢেউয়ে ভেসে গেলেন তরুণী
ইন্দোনেশিয়া: সমুদ্র সৈকতে খাড়াই একটা বাঁধের ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন এক তরুণী পর্যটক। হঠাত্ করেই আচমকা একটা দৈত্যাকার ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল ওই তরুণীকে। এই শিউরে ওঠার মতো ঘটনার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার নুসা লেমবোনগান দ্বীপের ডেভিলস টিয়ার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন ওই তরুণী। দুই হাত দুদিকে প্রসারিত করে মুখে হাসি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। পিছনের খাঁড়িতে তখন ভেঙে পড়ছে একের পর এক ঢেউ। আচমকাই একটা দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ল। ক্যামেরার ফ্রেম থেকে উধাও হয়ে গেলেন ওই তরুণী।পিছন থেকে ধাক্কা খেয়ে পড়লেন মাটিতে। । সঙ্গে সঙ্গে শোনা যায়, পর্যটকদের নিরাপত্তার জন্য আর্ত চিত্কার।
তবে প্রাণে রক্ষা পেয়েছেন ওই তরুণী। শুধু ছোটখাটো চোট লেগেছে তাঁর। বালির এক ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ফুটেজে দুর্ঘটনার পর ওই তরুণীকে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তি। সেখানে প্রাথমিক শুশ্রুষা হয় তাঁর। এই দুর্ঘটনার উল্লেখ করে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই সমুদ্র সৈকতের ২০ মিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ডেভিলস টিয়ার।花季少女,巨浪吞噬,命懸一線 pic.twitter.com/qTo7vDyDRu
— 人民日報 People's Daily (@PDChinese) March 17, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement