এক্সপ্লোর
Advertisement
অক্ষিগোলক বেগুনি রঙে রাঙিয়েছেন এই মডেল, ফলে খোয়াতে পারেন দৃষ্টি
নিউ ইয়র্ক: অক্ষিগোলক সাদা তো সকলেরই হয়। বেগুনি হলে সব্বাইকে কেমন চমকে দেওয়া যাবে! চোখের রং সেই বেগুনি করাতে গিয়েই বিপাকে পড়েছেন কানাডার এক মডেল কন্যা। সম্ভবত চোখই খোয়াতে চলেছেন তিনি।
ওই মডেলের নাম ক্যাট গ্যালিঙ্গার। তিনি জানিয়েছেন, একজন তাঁকে প্রস্তাব দেন, তাঁর চোখের সাদা জায়গায় কালি ইঞ্জেকশন দিয়ে তা রঙিন করে দিতে পারেন তিনি। এর নাম নাকি স্ক্লেরা স্টেইনিং। এর ফলে চোখের রং যেভাবে বদলে যায় তা ইদানীং দারুণ জনপ্রিয় হয়েছে।
ক্যাট নিজেও শরীর নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষার পক্ষপাতী। তিনি লোভ সামলাতে পারেননি। ঠিক করেন, পছন্দের বেগুনি রঙেই চোখের রং বদলে ফেলবেন। কিন্তু অক্ষিগোলকে ট্যাটু করার সময় মারাত্মক কিছু গন্ডগোল হয়ে যায়।
অপারেশনের পরদিনই চোখ ফুলে বন্ধ হয়ে যায়। শুরু হয় অসহ্য যন্ত্রণা। তাঁর চোখ টানা গলে পড়তে থাকে বেগুনি রং। ৩ সপ্তাহ পরও ব্যথা কমেনি। বরং চিকিৎসকরা জানান, ওই চোখের দৃষ্টিশক্তি খোয়াতে পারেন তিনি।
এখন ফেসবুকে নিজের চোখের ব্যাপারে নিয়মিত পোস্ট করেন এই মডেল। অন্যদের সাবধান করেন, তাঁরা যেন নিজেদের চেহারা নিয়ে এমন খেলায় মেতে না ওঠেন। ওই চোখে এখন ঝাপসা দেখেন তিনি, উন্নতির লক্ষণ নেই। ব্যথা কমার জন্য বহু অ্যান্টিবায়োটিক খেতে হয়, নিতে হয় আই ড্রপ। কিন্তু ব্যথা কমেনি একটুও। অক্ষিগোলকে সারাক্ষণ যন্ত্রণা, তা ছড়িয়ে পড়ে চোখের পিছনে। মাঝে মাঝে মনে হয়, কিছু একটা চোখ থেকে বেরিয়ে আসতে চাইছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement