Afghanistan Taliban Crisis: 'আফগানিস্তান আমাদের, আমাদেরই থাকবে', তালিবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক প্রথম আফগান মহিলা মেয়রের
প্রাক্তন মহিলা মেয়রের দাবি, সাধারণ মানুষ কখনও তালিবানের বিরুদ্ধে মুখ খোলেনি, এর জন্য দেশের নেতাদের পাশাপাশি দায়ী বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরাও...
![Afghanistan Taliban Crisis: 'আফগানিস্তান আমাদের, আমাদেরই থাকবে', তালিবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক প্রথম আফগান মহিলা মেয়রের Afghanistan Taliban Crisis Locals never raised their voices against terrorism says Afghanistan first woman mayor Zarifa Ghafari Afghanistan Taliban Crisis: 'আফগানিস্তান আমাদের, আমাদেরই থাকবে', তালিবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক প্রথম আফগান মহিলা মেয়রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/b007dfa61ef4d3ff5dbd582e9528bc6c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কাবুল: তালিবানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিলেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জারিফা ঘাফারি। তালিবানের উদ্দেশ্যে জারিফার বার্তা, আফগানিস্তান আমাদের ছিল, আমাদেরই থাকবে। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন জারিফা।
আফগানিস্তানের প্রাক্তন মহিলা মেয়রের দাবি, সাধারণ মানুষ কখনও তালিবানের বিরুদ্ধে মুখ খোলেনি। এর জন্য দেশের নেতাদের পাশাপাশি দায়ী বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
প্রাক্তন আফগান মহিলা মেয়র জারিফা ঘাফারির দাবি, তালিবান কখনও বদলাবে না, তাই আমি চাই তাদের আসল মুখটা সামনে আসুক।
জারিফা জানিয়েছেন, তাঁর লক্ষ্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলা। এমনকি তালিবানের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন মহিলা মেয়র।
তালিবানের বিরুদ্ধে সরব আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী আলি আহমেদ জালালিও। আন্তর্জাতিক আইন না মানলে এবং প্রতিশ্রুতি না রাখলে, তালিবানের পক্ষে সরকার গড়া সম্ভব নয় বলে তাঁর দাবি।
জারিফার আশঙ্কা যে কতটা সত্যি, তার প্রমাণ এদিনই মিলেছে। এদিন তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ হুঁশিয়ারি দেন, শরিয়া আইন না মানলে সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালকদের বদলাতে হবে পেশা।
প্রসঙ্গত, তালিবান দখলে চলে যাওয়ার পর দেশ ছেড়েছেন আফগান পপ তারকা আরিয়ানা সাহিদ। ইতিমধ্যেই আফগানিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন দুই মহিলা আফগান পরিচালক শহরবানু সাদাত ও সাহারা কারিমি।
এখনও পঞ্জশিরে তালিবানের সঙ্গে জোর সংঘর্ষ হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্সের। ধীরে ধীরে পঞ্জশির ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তালিবান।
তালিবান গুলি চালাতে শুরু করায় পাল্টা জবাব দেয় তালিবান-বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ ও আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-র বাহিনী।
হিন্দুকুশের কোলে ওই দুর্গম উপত্যকার আশেপাশের এলাকায় দু’ পক্ষের যুদ্ধ চলছে। পঞ্জশির দখল করলে তালিবানের কব্জায় চলে আসবে গোটা আফগানিস্তানই।
৩১ অগাস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। জি-৭ বৈঠকে জানালেন জো বাইডেন। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টের দাবি, এরপরেও কেউ আফগানিস্তান ছাড়তে চাইলে তাদের অনুমতি দিক তালিবান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)