দাউদের ছেলের পথেই মৌলবী হলেন ছোটা শাকিলের একমাত্র ছেলেও
মুম্বই: পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম কাসকরের ছেলে মৌলবী হওয়ার প্রায় এক বছর পর একই হাঁটলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের একমাত্র ছেলেও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আধ্যাত্মিক পথে চলতে মনস্থির করেছেন শাকিল-পুত্র মুবাশ্শির শোখ।
জানা গিয়েছে, ছোটা শাকিলের তৃতীয় সন্তান তথা একমাত্র ছেলে ১৮ বছরের সম্প্রতি ‘হাফিজ-এ-কোরান’ হয়ে সেখানে শোরগোল ফেলে দিয়েছেন। এমনকী, তাঁরে এই পদক্ষেপের কথা শুনে ভারতেও অনেকে অবাক হয়েছেন।
প্রসঙ্গত, ‘হাফিজ-এ-কোরান’ তাঁদের বলা হয়ে থাকে, যাঁরা গোটা কোরান একেবারে মুখস্ত করে ফেলেছেন। তরুণ মুবশ্শির এখন করাচির কাছে মানুষকে কোরানের পাঠ দিয়ে থাকেন। সেখানেই নিজের বাবা শাকিল আহমেদ শেখ ওরফে ছোটা শাকিলের সঙ্গে থাকেন তিনি।
এর আগে, দাউদ ইব্রাহিমের ছেলে মঈনও ধার্মিক পথ অনুসরণ করেছিলেন। তাঁর অনুপ্রেরণায় এবার মুবশ্শিরও ধর্মের প্রচারে মনযোগ দিলেন।