Ukraine Russia Conflict : সঙ্কটের ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আজই উড়ছে স্পেশাল বিমান
Ukraine Russia Conflict : মঙ্গলবারই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়েছে এয়ার ইন্ডয়ার বিশেষ বিমান। আরও দুটি বিমান রওনা দেওয়ার কথা ২৪ ও ২৬ ফেব্রুয়ারি।
![Ukraine Russia Conflict : সঙ্কটের ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আজই উড়ছে স্পেশাল বিমান Air India special flight departs from India to bring Indians from Ukraine Ukraine Russia Conflict : সঙ্কটের ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আজই উড়ছে স্পেশাল বিমান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/3d5ddebd2c2297940cd2349069729eb8_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মস্কো : ঘোরাল পরিস্থিতি ইউক্রেনে। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করল রাশিয়ার সেনা। সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের দাবি, তিনি অন্তত সাতটি ট্যাঙ্ক দেখেছেন সেখানে। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তাঁদের বলা হয়েছে, দেশে ফেরার তোড়জোড় শুরু করার। কিভের ভারতীয় দূতাবাস আগেই দেশ ছাড়ার পরামর্শ দেয়।
মঙ্গলবারই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়েছে এয়ার ইন্ডয়ার বিশেষ বিমান। আরও দুটি বিমান রওনা দেওয়ার কথা ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। এই বিষয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। এই ফ্লাইটে জায়গা পেতে বুক করা যায় বুকিং এয়ার ইন্ডিয়ার বুকিং অফিস, ওয়েবসাইট, কল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারত সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ভারতের তরফে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক আলোচনার পথেই সমাধানের রাস্তা খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। “রাশিয়ান ফেডারেশনের সাথে ইউক্রেনের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন,"এই পরিস্থিতি খুবই উদ্বেগের। এই মুহূর্তে আগে ওই এলাকায় উত্তেজনা হ্রাস করতে সবার এগিয়ে আসা প্রয়োজন''
সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন। তারপরই ইউক্রেনের পূর্বপ্রান্তে সেনা পাঠানো শুরু হয়। যদিও মস্কোর দাবি, শান্তিরক্ষার জন্য রাশিয়ার সেনা ওই এলাকায় যাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)