এক্সপ্লোর
২ বছরের মধ্যে ভাঁজ করা আইফোন আনতে পারে অ্যাপল

নয়াদিল্লি: স্যামসাং জানিয়ে দিয়েছে, ভাঁজ করা গ্যালাক্সি এক্স বাজারে আনছে তারা। পিছিয়ে থাকতে নারাজ অ্যাপল। শোনা যাচ্ছে, ২০২০-র মধ্যে তারাও নিয়ে আসতে চলেছে ভাঁজ করা আইফোন। জানা গিয়েছে, তাদের এশীয় সহযোগীর সঙ্গে হাত মিলিয়ে অ্যাপল এখন ভাঁজ করা যায় এমন আইফোন তৈরির কাজে নেমেছে। মনে করা হচ্ছে, অন্যান্য আইফোনের সঙ্গে এই নতুন সংস্কারের খুব একটা তফাত থাকবে না তবে দৈর্ঘ্য, প্রস্থ উনিশ বিশ হতেই পারে। ইতিমধ্যেই আইফোন এক্সের নকশায় বিশাল পরিবর্তন এনেছে অ্যাপল। একেবারে শুরু থেকে থাকা হোম বাটন সরিয়ে দেওয়া হয়েছে। এবার এই ভাঁজ করা আইফোন অ্যাপলের নকশায় আর এক যুগান্তকারী পরিবর্তন বলে মনে করা হচ্ছে। লেনোভো ও স্যামসাং ভাঁজ করা ফোনের চেহারা প্রাথমিকভাবে ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে, কিছু সংস্থা আবার পেটেন্টও চেয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, অ্যাপল এই আইফোনগুলি প্রদর্শন করার জন্য আর এক বহুজাতিক সংস্থা এলজির সাহায্য নিতে পারে। যদিও এই খবরের সত্যতা সম্পর্কে এখনও জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















