এক্সপ্লোর
Advertisement
চার দিনের চিন সফরে সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ
বেজিং: চারদিনের চিন সফর আজ শুরু করলেন ভারতের সেনা প্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। সফরে তিনি চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখবেন। দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা গভীরতর করার লক্ষ্যেই সেনা প্রধানের এই সফর।
জেনারেল সুহাগের সঙ্গে গিয়েছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেনা প্রধান পিএলএ ও সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি)-র পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সিএমসি চিনের সামরিক বিভাগের হাই কম্যান্ড। এর প্রধান সেদেশের প্রেসিডেন্ট জি জিনপিং।
ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক ক্ষেত্রে সহযোগিতা ও দুই দেশের বর্তমান পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির সুযোগ তৈরি করবে এই সফর।
এশিয়ার দুই শক্তিধর দেশের ক্রমবদ্ধমান আর্থিক ও সামরিক সম্পর্কের মধ্যেই সেনা প্রধানের এই সফর।
উল্লেখ্য, বর্তমানে ভারত ও চিনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক বিনিময়ও চলছে।
পুনেতে ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামে ভারত ও চিনের সেনাবাহিনীর যৌথ মহড়া চলছে। আগামী মাসে ভারত সফরে আসছেন পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের কম্যান্ডার জেনারেল ঝাও জোনকি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement