এক্সপ্লোর
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ, মৃত ৩৮, জখম ৯০
![জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ, মৃত ৩৮, জখম ৯০ At Least 38 Killed, 90 Injured In Baghdad Twin Suicide Attacks: Official জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ, মৃত ৩৮, জখম ৯০](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/15094822/iraq-blast-ap-759.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাগদাদ: সোমবার জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। বিস্ফোরণে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জখম ৯০। তিন দিন আগে একই রকম বিস্ফোরণে কেঁপে ওঠে বাগদাদ। ৭২ ঘণ্টার মধ্যে সেই ভয়াবহতার ফের পুনরাবৃত্তি। পূর্ব বাগদাদের স্বাস্থ্য দফতরের প্রধান ডক্টর আবদেল ঘানি আল-শাদি ঘটনায় নিহত ও আহতের সংখ্যা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
মধ্য বাগদাদের তায়ারান স্কোয়্যারে আজকের বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে মৃত দুই আত্মঘাতী জঙ্গিও। জয়েন্ট অপারেশন কম্যান্ডের মুখপাত্র জেনারেল সাদ মান এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত, শহরের প্রাণকেন্দ্র এই তায়ারান স্কোয়্যারে সকাল বেলা শ্রমিকরা জমায়েত হয় কাজের জন্যে। জনবহুল এই এলাকায় আগেও আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছে জঙ্গিরা। আজও সকালে ওই ব্যস্ত সময়কেই টার্গেট করে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে উদ্ধারকর্মীরা। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও, ইরাকে এধরনের হামলা সাধারণত আইএস জঙ্গিরাই চালায়।
ডিসেম্বরেই আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ শেষ, ঘোষণা করেছিল সে দেশের সরকার। শহরের প্রাণকেন্দ্র থেকে আইএস জঙ্গি গোষ্ঠীর আধিপত্যও অনেকটা কমে গিয়েছিল। তবে এই হামলায় ফের নড়েচড়ে বসল সেখানকার প্রশাসন। যদিও উত্তর বাগদাদে এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে আইএস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)