এক্সপ্লোর
Advertisement
বালুচিস্তান: প্রধানমন্ত্রীর ১৫ অগাস্টের ভাষণে শঙ্কিত পাকিস্তান বিষ গ্যাস ছড়িয়ে দেয় বালুচদের ওপর?
নয়াদিল্লি: বিষ গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছে বালুচিস্তানের আকাশে, জমিতে। বিষাক্ত শ্বাস নিয়ে তিলে তিলে মরছেন বালুচরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের হাতে নিষ্পেশিত বালুচদের যন্ত্রণার উল্লেখে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতে এই রাক্ষুসে পদক্ষেপ করেছে ইসলামাবাদ। এমনটাই অভিযোগ করছেন বালুচ স্বাধীনতা সংগ্রামীরা। তাঁদের দাবি, পাক সেনা প্রথমে বালুচদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে তাঁদের নড়াচড়া করার ক্ষমতা কেড়ে নেয়, তারপর গুলি করে মারে তাঁদের।
শুধু যে নিরপরাধদের নির্মমভাবে খুন করা হয়েছে তা নয়, মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে তাঁদের চোখ উপড়ে নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বালুচদের যন্ত্রণায় সাড়া দেওয়ায় এভাবে পাক সেনার ক্রোধ সহ্য করতে হয়েছে তাঁদের।
পরাধীন বালুচিস্তানে পাক সেনার নির্মমতা নতুন কিছু খবর নয়। কিন্তু লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণের পর তার তীব্রতা কয়েকগুণ বেড়ে গিয়েছে। কাচ্চি বোলান, কোয়েটা, ডেরা বুগতি, মাসটাং, আওয়ারান সব বালুচিস্তানের বিভিন্ন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অসংখ্য মানুষকে। তারপর প্রতিদিন ৪-৫টি করে মৃতদেহ উদ্ধার হচ্ছে নানা এলাকা থেকে।
তাঁদের অভিযোগ, ১৫ তারিখের ভাষণের পর শুধু ডেরা বুগতি এলাকাতেই ৫০এর ওপর সাধারণ মানুষ খুন হয়েছেন। অপহৃত দেড়শোরও বেশি। তাঁরা কোথায়, কীভাবে আছেন, আদৌ বেঁচে আছেন কিনা কেউ জানে না। জানিয়েছেন সর্দার মীর বখতিয়ার খান দোমকি নামে এক বালুচ বিদ্রোহী।
কাচ্চি বোলান এলাকা যেমন। ৩৫টি বাড়িতে থাকেন ২০০-র মত বালুচ। দিনদুয়েক আগে পাক সেনা গোটা গ্রাম ঘিরে ফেলে। সব পুরুষ ও ছোট ছেলেদের আলাদা করে তারা। তারপর তাদের নিয়ে চলে যায়। গ্রামের মহিলাদের কান্না, আছাড়িপিছাড়ি অগ্রাহ্য করে। মহিলারা জানেন না, তাঁদের স্বামী, সন্তানরা কী অবস্থায় আছে এখন।
বালুচিস্তান থেকে আসা এই ভয়াবহ অত্যাচারের খবরে উদ্বেগপ্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রীর বক্তৃতার পর যেভাবে বালুচিস্তানে সাধারণ মানুষের ওপর নির্যাতন বেড়েছে, তাতে ভারত অত্যন্ত উদ্বিগ্ন বলে জানিয়েছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement