এক্সপ্লোর
ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ

ঢাকা: ইলিশ রফতানির ক্ষেত্রে ২০১২-তে জারি নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ। চোরাচালান রোখা এবং ভারত সহ বিশ্বে পদ্মার সুস্বাদু ইলিশের বাজারের কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল। বাংলাদেশের নয়া মত্স্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দায়িত্ব গ্রহণের একদিন পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অপ্রতুলতার কথা মাথায় রেখে সেদেশের বাণিজ্যমন্ত্রক ২০১২-র ১ আগস্ট ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। চন্দ বলেছেন, ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ব্যর্থই হয়েছে। চোরাচালান রুখতে এবার থেকে সরকারিভাবে ইলিশ রফতানি করা হবে। চন্দ বলেছেন, ইলিশের উত্পাদন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদাও প্রচুর। তাই রফতানির পথে এগোনোই এই সিদ্ধান্তের লক্ষ্য। মহার্ঘ জলজ সম্পদ ইলিশ রক্ষার তাগিদে বাংলাদেশ বিভিন্ন ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবেশী ভারত ও তৈলসম্বৃদ্ধ মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের বিষয়টি মাথায় রেখেও ২০১২-তে অনির্দিষ্টকালের জন্য ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। চন্দ বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশের চোরাচালান আটকানো যায়নি। এর ফলে সরকার কর থেকে বঞ্চিত হয়েছে। নিষেধাজ্ঞা তুলে বৈধভাবে রফতানি করলে ইলিশের চোরাচালান আটকানো যাবে বলেও চন্দ জানিয়েছেন। প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের মোট মাছের উত্পাদনের ১১ শতাংশ ইলিশ। এর ব্যবসা মোট অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি)-র ১ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















