এক্সপ্লোর
Advertisement
‘বিদেশী’ ধাঁচে চুল ছাঁটলেই জরিমানা ক্ষৌরকারদের, নির্দেশ বাংলাদেশের শহরে
ঢাকা: চুল বা দাড়ির ছাঁটে 'বিদেশি' ছাপ থাকলে জরিমানা দিতে হবে। এমনই নির্দেশ সংগঠনের সদস্যদের জারি করেছে উত্তর বাংলাদেশের এক শহরের ক্ষৌরকারদের একটি সংগঠন। এক আধিকারিক একথা জানিয়েছেন। সংগঠনের ওই নির্দেশমামা ভুয়াপুর শহরের প্রত্যেকটি দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এই নির্দেশ উপেক্ষা করলে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
বলিউড, হলিউড বা ক্রিকেটারদের মতো চুল ও দাড়ি রাখার রেওয়াজ বাংলাদেশের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওই প্রবণতায় রাশ টানতেই এই নির্দেশনামা জারি করা হয়েছে।
ক্ষৌরকার সংগঠনের প্রধান শেখর চন্দ্র শীল সংবাদসংস্থাকে বলেছেন, স্থানীয় পুলিশ প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাঁরা ওই নির্দেশ জারি করেছেন। শীল বলেছেন, পুলিশ প্রধান পশ্চিমী শৈলীর অনুকরণে চুলের ছাঁট না করার কথা তাঁদের বলেন। পুলিশ কর্তা তাঁদের বলেন, এই সব চুলের ছাঁট যুব সমাজকে গোল্লায় পাঠাচ্ছে।
পার্শ্ববর্তী শখিপুর ও বাসাইলের ক্ষৌরকার দোকানগুলিও একই পথ গ্রহণ করেছে।
ভুয়াপুরের পুলিশ আধিকারিক রাশেদুল ইসলাম বলেছেন, স্থানীয় বাবা-মা, অভিভাবক ও শিক্ষকরা তরুণদের এ ধরনের চুলের ছাঁট বন্ধের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ক্ষৌরকারদের কাছে তিনি ওই আর্জি জানিয়েছিলেন।
পুলিশ আধিকারিক বলেছেন, 'আমি ক্ষৌরকারদের চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলাম। আমি বিপথগামী তরুণদের মতো চুলের ছাঁট না করার আর্জি জানাই'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement