Shinzo Abe: হঠাৎ গুলি, লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
Former Japanese PM: সূত্রের খবর, পশ্চিম জাপানে নারা শহরে এই হামলা হয়। সেই সময় শিনজো আবে বক্তব্য রাখছিলেন।
নয়াদিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চলার অভিযোগ। সূত্রের খবর, পশ্চিম জাপানে নারা শহরে এই হামলা হয়। সেই সময় শিনজো আবে বক্তৃতা করছিলেন। তার মাঝেই গুলি চলে। তারপরেই মঞ্চের ওপরেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
Former Prime Minister Shinzo Abe has been shot in the city of Nara, reports Japan's NHK. pic.twitter.com/pw4TyCdArl
— ANI (@ANI) July 8, 2022
ঘটনাস্থলে উপস্থিত জাপানের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনেছেন। রক্তাক্ত অবস্থায় শিনজো আবে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাড়া পাওয়া যাচ্ছিল তাঁর থেকে। কী অবস্থায় রয়েছেন, সেই বিষয়ে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
View this post on Instagram
সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রের খবর হামলাকারী ব্যক্তি একজন পুরুষ। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির তরফে বলা হয়েছে পিছন থেকে শিনজো আবের উপর হামলা করেছে।