এক্সপ্লোর
ফের পঠানকোট হামলার মাথা আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভেস্তে দিল চিন
বেজিং: পঠানকোট সন্ত্রাসের কারিগর মৌলানা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করার আরও একটি প্রয়াস ভেস্তে দিল চিন।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতার অধিকারী সদস্য চিন বারবার জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা আজহারকে পরিষদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির আওতায় নিষিদ্ধ করার ভারতের উদ্যোগে বাধা দিয়েছে। ফের তাকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দিয়ে নিষেধাজ্ঞা ঘোষণার উদ্যোগ নিয়েছিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনা বিদেশমন্ত্রকের একটি সূত্র বলেছে, সংশ্লিষ্ট কমিটিত ঐকমত্য না হওয়ায় এই উদ্যোগ খারিজ করা হল।
আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার জন্য ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের প্রস্তাবে চিনের টেকনিক্যাল আপত্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এদিনই। চলতি বছরের ফেব্রুয়ারিতে আটকে দেওয়ার পর আজহারকে রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় ফেলার ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থনপুষ্ট প্রস্তাবের ওপর টেকনিক্যাল আপত্তি গত আগস্টে তিন মাসের জন্য বাড়িয়ে দেয় চিন।
আজকের ঘোষণায় এই ইঙ্গিতই মিলছে যে, নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির আবেদনে ভেটো দেবে চিন যাতে সেটি অচল হয়ে পড়ে।
আজহারের তৈরি জয়েশ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনগুলির তালিকায় ঢুকেছে।
এই নিয়ে পরপর দু বছর চিন এই প্রস্তাব ঠেকিয়ে দিল।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং সাংবাদিকদের বলেন, আমরা টেকনিক্যাল আপত্তি তুলি যাতে কমিটি ও তার সদস্যরা বিষয়টি ভেবে দেখার আরও সময় পায়। কিন্তু এখনও ঐকমত্য হয়নি।
অতীতে চিন ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে বলেছিল যাতে আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় ফেলার ব্যাপারে বোঝাপড়া তৈরি হতে পারে।
চিনই ১৫ সদস্যের কমিটির একমাত্র সদস্য দেশ যারা গত বছরের মার্চে বাকি ১৪টি দেশ আজহারকে ১২৬৭ নিষেধাজ্ঞা তালিকায় ঢোকানোর জন্য নয়াদিল্লির প্রস্তাবে সায় দিলেও বাধা দিয়েছিল। ওই তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত হত, তার যাওয়া আসার ওপরও নিষেধাজ্ঞা চাপত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement