সীমান্তপার সন্ত্রাস: ভারতের উদ্বেগ কমাতে পাকিস্তানকে বলুক চিন, সুপারিশ মার্কিন রিপোর্টে

ওয়াশিংটন: সীমান্তপার সন্ত্রাস-সমস্যা নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের উচিত চিনকে বোঝানো, তারা যাতে পাকিস্তানকে এর সমাধান-সূত্র বের করতে বলে। এমনটাই মনে করে মার্কিন থিঙ্কট্যাঙ্ক।
ইউএস ইনস্টিটিউট অফ পিস (ইউসিপ) নামে একটি সংস্থা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সীমান্তপার সমস্যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধও বাঁধতে পারে। যা গোটা অঞ্চলের জন্য হানিকারক হবে।
রিপোর্টে বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত বেজিংকে বোঝানো তারা যাতে পাকিস্তানকে আর্জি করে, সীমান্তপার সমস্যা নিয়ে ভারতের উদ্বেগ প্রশমন করতে যেন সত্যি ব্যবস্থা নেয় ইসলামাবাদ।
ইউসিপ-এর মতে, প্রথম ধাপ হিসেবে পাকিস্তানকে চিনের বলা উচিত, ভারতে যে জঙ্গিরা হামলা চালিয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করার। থিঙ্কট্যাঙ্কের মতে, দক্ষিণ এশিয়ায় সীমান্তপার সমস্যাই হল দুই পরমাণু শক্তিধর দেশে সামরিক বৃদ্ধির মূল কারণ।
একইসঙ্গে, ইউসিপ এ-ও জানিয়েছে, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার বর্তমান নীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের। ওই সংগঠনের মতে, এর ফলে, কাশ্মীর ইস্যুর সমাধান সূত্র বের করার একটা পথ খুলবে দুই দেশের সামনে।






















