এক্সপ্লোর
Advertisement
মার্কিন মহিলার কানে ঢুকে গিয়েছিল আরশোলা, বার করতে লাগল ৯ দিন
নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মহিলার কানে ঢুকে আটকে গিয়েছিল একটি আরশোলা। সেটি বার করতে ৯ দিন লাগল চিকিৎসকদের। এখন ওই মহিলা সুস্থ। এই ঘটনার পর তিনি সতর্ক হয়ে গিয়েছেন। এখন আর ইয়ারপ্লাগ ছাড়া ঘুমোন না।
কেটি হোলি নামে ওই মহিলা জানিয়েছেন, কিছুদিন আগে স্বামীর সঙ্গে নতুন বাড়িতে আসেন তিনি। সেখানে সবই ভাল, শুধু অনেক আরশোলা ছিল। স্থানীয় একটি সংস্থাকে খবর দেন তাঁরা। ওই সংস্থা থেকে এক ব্যক্তি এসে তাঁদের বাড়িতে আরশোলা তাড়ানোর স্প্রে দিয়ে যান। এরপর তাঁরা ভেবেছিলেন, আরশোলা আর নেই। কিন্তু এই ভাবনা ভুল ছিল। গত মাসে একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারেন, তাঁর বাঁ কানে কিছু একটা সমস্যা হয়েছে। তিনি তুলো নিয়ে আস্তে করে কানে ঢুকিয়ে দেন। তখন বুঝতে পারেন, একটা পোকা ঘুরে বেড়াচ্ছে। তিনি যখন তুলোটি বার করেন, তখন দেখতে পান, সেটির সঙ্গে আরশোলার দু’টি পা বেরিয়ে এসেছে।
কানে আরশোলা ঢুকে গিয়েছে বুঝতে পেরে ভয় পেয়ে গিয়ে এক চিকিৎসকের কাছে যান কেটি। সেই চিকিৎসক আরশোলাটিকে মারার জন্য ওষুধ দেন। সেই ওষুধ দেওয়ার পরেই আরশোলাটি নড়াচড়া শুরু করে দেয়। ওই চিকিৎসক আরশোলাটিকে কেটির কান থেকে বার করতে পারেননি। ৯ দিন পরে অন্য এক চিকিৎসকের কাছে যান কেটি। তিনি আরশোলাটির শরীরের ৬টি অংশ বার করতে পারলেও, বাকি অংশগুলি রয়ে যায়। এরপর এক বিশেষজ্ঞ চিকিৎসক আরশোলাটির মাথা সহ বাকি অংশগুলি বার করে আনেন। সৌভাগ্যবশত সংক্রমণ হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement