এক্সপ্লোর
Advertisement
সাজা ঘোষণার পরই আদালতে বিষ খেয়ে আত্মঘাতী যুদ্ধপরাধে দোষী সাব্যস্ত
হেগ: সাবেক যুগোশ্লাভিয়ায় যুদ্ধপরাধের জন্য আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এক বসনিয় ক্রোট নেতা বিষপান করে আত্মহত্যা করলেন। ২০ বছরের কারাদণ্ড ঘোষণার পরই দোষী সাব্যস্ত ৭২ বছরের স্লোবোদান প্রালজ্যাক দাবি করেন, তিনি যুদ্ধপরাধী নন। সঙ্গে সঙ্গেই বসনিয়-ক্রোট বাহিনীর প্রাক্তন কমান্ডার প্লাস্টিকের কাপ থেকে কিছু একটা খেয়ে ফেলেন। নেদারল্যান্ডসের হেগের ট্রাইব্যুনালকে তাঁর আইনজীবী জানান, প্রালজ্যাক বিষপান করেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
ডাচ কর্তপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
তাঁর সাজা ঘোষণার পর প্রালজ্যাককে বলতে শোনা গিয়েছে, আমি এই রায় প্রত্যাখ্যান করছি।
১৯৯০-র দশকে যুদ্ধের সময় বসনিয়া-হারজেগোভিনার স্বঘোষিত বসনিয় ক্রোট দেশের নেতার পদে থাকার সময় যুদ্ধাপরাধের জন্য প্রালজ্যাক সহ আরও পাঁচ বসনিয় ক্রোটকে ১০ থেকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক যুগোশ্লাভ প্রজাতন্ত্রে তিনটি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। মার্কিন মধ্যস্থতায় ১৯৯৫-এ সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement