এক্সপ্লোর
Advertisement
গরুর অ্যান্টিবডি থেকে তৈরি হতে পারে এইচআইভির মহৌষধ, বলছে গবেষণা
নয়াদিল্লি: মানব শরীরের এইচআইভি ভ্যাকসিনের জন্য গরুর অ্যান্টিবডি কাজে লাগতে পারে। ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ ও স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এ কথা জানিয়েছেন।
নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁদের এই গবেষণা।
গবেষকরা জানিয়েছেন, গরুর শরীরে এইচআইভি অ্যান্টিজেন ইঞ্জেকশন দিয়ে তাঁরা দেখেছেন, এর ফলে কয়েক সপ্তাহের মধ্যে তাদের শরীরে শক্তিশালী এইডস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অথচ মানুষের ক্ষেত্রে ওই অ্যান্টিবডি তৈরি হতে বছরের পর বছর লাগে।
এর ফলে মানবশরীরের জন্য এইডসের ভ্যাকসিন তৈরি করার পথে বেশ কিছুটা এগিয়ে যাওয়া গেল বলে তাঁরা মনে করছেন।
গবেষকরা জানিয়েছেন, এতদিন ধরে সুস্থ স্বাভাবিক মানুষ ও পশু- উভয়ের শরীরেই এই এইচআইভি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরির চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু কাজ হয়নি কোনও ক্ষেত্রে। কিন্তু গরুর শরীরে দ্রুত এই অ্যান্টিবডি তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, সহজভাবে দ্রুত মানুষের শরীরের জন্যও এই রোগ প্রতিরোধী উপায় খুঁজে বার করা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement