এক্সপ্লোর
জাপানে পিৎজা ডেলিভারি করবে বল্গা হরিণ !

টোকিও: ভাবুনতো, আপনি পিৎজা বুক করেছেন, দরজা খুলে দেখছেন সেই পিৎজা আপনার বাড়ি বয়ে এনেছে এক বল্গা হরিণ। অবাস্তব কল্পনা নয়, যে কোনওদিন সত্যিই হতে পারে এমনটা। জাপানে বল্গা হরিণকে দিয়ে পিৎজা ডেলিভারি করানোর কথা ভাবছে ডোমিনোজ। সেই মতো ট্রেনিংও দেওয়া হচ্ছে ওদের। শীতকালে বরফে ঢাকা রাস্তাঘাটে বল্গা হরি দিয়ে স্লেজগাড়ির মাধ্যমে পিৎজা ডেলিভারি করার কথা ভেবেছে ফাস্ট ফুড ডেলিভারি সংস্থাটি। হরিণগুলি কোথায় রয়েছে তা জানতে ব্যবহার করা হবে জিপিএস ট্র্যাকার। এর আগে গতবছর নিউজিল্যান্ডে ড্রোনের মাধ্যমে পিৎজা ডেলিভারি করেছিল ডোমিনোজ। বিশ্বে যা প্রথম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















