এক্সপ্লোর
বরফে জমে গিয়েছে চোখের পাতা, সাইবেরিয়ার এই গ্রামে তাপমাত্রা নেমেছে –৬২ ডিগ্রিতে!

ওইমিয়াকন: কলকাতার শীতে জমে গিয়েছেন? তা হলে ওইমিয়াকন গেলে তো জমে যাবেন পুরোপুরি। ১১-১২ নয়, তাপমাত্রা সেখানে ঘোরাফেরা করছে -৬২ ডিগ্রিতে! ওইমিয়াকন সাইবেরিয়ার এক গণ্ডগ্রাম। ডিজিটাল থার্মোমিটার বলছে, শুধু -৬২ নয়, তাপমাত্রা নেমে গিয়েছে -৬৭ ডিগ্রিতেও! শুধু আন্টার্কটিকাতেই তাপমাত্রা নামে এখানকার থেকেও নীচে, ১৯৮৩-র ২১ জুলাই ভস্তক স্টেশনের তাপমাত্রা রেকর্ড হয় সর্বনিম্ন -৮৯ ডিগ্রি। কিন্তু তফাত হল আন্টার্কটিকায় মানুষ থাকেন না আর ওইমিয়াকন বিশ্বের শীতলতম জায়গা যেখানে মানুষের বসতি রয়েছে। [embed]https://www.instagram.com/p/Bd6TF5bgunf/?taken-by=anastasiagav[/embed] [embed]https://www.instagram.com/p/Bd7p867ALSy/?taken-by=anastasiagav[/embed] [embed]https://www.instagram.com/p/Bd-b99TAuRc/?taken-by=anastasiagav[/embed] পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে বসানো হয় ডিজিটাল থার্মোমিটার। ঠান্ডার চোটে পর্যটকরা এ পথ মাড়াননি। তবে ব্যতিক্রম কয়েকজন চিনের সফর পাগল মানুষ। এঁরা শুধু এই গ্রামেই আসেননি, ঝিলে নেমে চানও করেছেন, তা দেখে স্থানীয় মানুষ ধন্য ধন্য করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















