Pakistan Situation : পাকিস্তানে কার্যনির্বাহী প্রধানমন্ত্রী কে হলেন ? আজ পাক সুপ্রিম কোর্ট ইমরানের ভাগ্য নির্ধারণ
Pakistan Situation Update : পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে। ইস্তফা দিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ।
নয়াদিল্লি : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হলেও আজ তাঁর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে পাক সুপ্রিম কোর্ট। বিচারপতি মুনিব আখতার জানিয়েছেন, সাংবিধানিকভাবে ডেপুটি স্পিকার নন, শুধুমাত্র স্পিকারই অনাস্থা প্রস্তাব খারিজ করতে পারেন।
I have written to the President to dissolve the assemblies. There should be elections in a democratic way. I call upon the people to Pakitan to prepare for elections: Pakistan PM Imran Khan
— ANI (@ANI) April 3, 2022
(Source: PTV) pic.twitter.com/tUEjJ1Xr3W
এই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদকে পরবর্তী কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ইমরান। এই পরিস্থিতিতে আজ পরবর্তী নির্বাচনের টিকিট বিলি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন ইমরান খান।
এদিকে, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে। ইস্তফা দিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ। ট্যুইটারে হ্যান্ডেলে নিজেকে প্রাক্তন বলে উল্লেখও করেছেন তিনি। পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও। সেদেশে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সমস্ত রকম ঋণ প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।
And to all Pakistanis, both those who appreciated my presence and those who critiqued my work, I am equally thankful. The former kept me motivated, while the latter forced me and my team to try even harder and become better at what we did.
— Moeed W. Yusuf (@YusufMoeed) April 4, 2022
এই পরিস্থিতিতে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারির অভিযোগ, ইমরান খানের এই হঠকারী পদক্ষেপ দেশকে ফের নির্বাচনী প্রহসনের দিকে ঠেলে দিল। এদিকে, নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগের লন্ডনের অফিসে হালে হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হামলায় ৩ জন আহত হয়েছেন। সূত্রের খবর, গতকাল রাতে শরিফের লন্ডনের অফিসে ১৫-২০ জন হামলা চালায়। বাধা দেন নওয়াজ সমর্থকরা। দু’পক্ষের সংঘর্ষে আহত হন ৩ জন।